এবার রাজভবনের ওপর নজরদারির অভিযোগে সরব হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার রাজভবনে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপায়ীর স্মরণ অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। যা নিয়ে পালটা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
রাজ্যপাল বলেন, ‘রাজভবনে নজরদারি চলছে। এটা হওয়া উচিত নয়। সাবিধানিক প্রধানের দফতরে কী করে নজরদারি চলতে পারে? রাজভবনের কোনও নথি আমার অনুমতি ছাড়া বাইরে যেতে পারে না। কিন্তু রাজভবনের নথি বাইরে চলে যাচ্ছে। ইলেক্ট্রনিক অ্যাপের মাধ্যমে তা রাজভবনের নথি পাচার হচ্ছে। এই নিয়ে আমি তদন্তের নির্দেশ দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে কঠোর মূল্য চোকাতে হবে।’
আরও পড়ুন : দেশে কথা বলার স্বাধীনতা আছে কি ? মোদী সরকারকে খোঁচা সোনিয়ার
শনিবার বিকেলে রাজভবনে ছিল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দেন সমাজের নানা ক্ষেত্রের গুণীজনেরা। ছিলেন সেনাবাহিনীর আধিকারিকরাও। আমন্ত্রিত হলেও অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি মুখ্যমন্ত্রী বা কোনও সরকারি আমলা। পর দিন সকালেই বিস্ফোরক এই অভিযোগ করেন রাজ্যপাল।
রাজ্যপালের ওই মন্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূল সূত্রে খবর, রাজ্যপালের ওই মন্তব্য়ে ক্ষুব্ধ দল। রবিবার রাজ্যপালের সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরই রাজভবনের ওপরে নজরদারির অভিযোগ নিয়ে ধনখড়কে নিশানা করেন তৃণমূল সাংসদ।
মহুয়া টুইট করেন, ‘ আঙ্কেলজি এখন বলছেন রাজভবন ও তাঁর ওপরে নজরদারি করা হচ্ছে। ওই জিনিসটা আপনার গুজরাটের বস অন্য কারও থেকে ভালো জানেন। এক্ষেত্রে যে কেউ ওঁর কাছে নভিস।’ প্রসঙ্গত, এভাবে রাজ্যের সাংবিধানিক প্রধানকে আঙ্কেলজি বলে সম্মোধন করাটা নজিরবিহীন।
Lucky List of over 96 people who get invited to HRH’s tea parties at WB Raj Bhavan in midst of Covid 19 (with extras for staff, security catering etc) #WhoLetTheTruthOut https://t.co/1kyEy4xbMC pic.twitter.com/kYivtbzTjo
— Mahua Moitra (@MahuaMoitra) August 16, 2020
শনিবার মমতার রাজভবনে সারপ্রাইজ ভিজিটের সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্ত্তী। তিনি বলেন, হঠাত মুখ্যমন্ত্রীর মনে হল উনি দুপুরে আড্ডা মারতে চলে গেলেন। মুখ্যচসিব, স্বরাষ্ট্র সচিব কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে অনাহুত ভাবে চলে গেলেন! উনি প্রমাণ করলেন এরাজ্যে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব বলে কোন পদ নেই।
আরও পড়ুন : হাড়হিম করা নৃশংসতা ! ধর্ষণের পর চোখ উপড়ে, জিভ কেটে খুন যোগী রাজ্যে