Site icon The News Nest

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ভারি‌ বৃষ্টির জেরে পণ্ড হতে পারে স্বাধীনতা দিবস উজ্জাপন

মৌসুমী অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গের উপরেই। আর বঙ্গোপসাগরের উপরেও সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ। ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ। বলছে আবহাওয়া দফতর । উত্তর – পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তার জেরে আগামী কাল ও পরশু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ ও ওড়িশায়। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে।

বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের প্রকাশ করা বুলেটিনে জানানো হয়েছে, বর্তমানে নিম্নচাপের কেন্দ্রে বাতাসের চাপ রয়েছে ৯৯৫ মিলিবার। যা আরও কমে নিম্নচাপটি আগামিকালের মধ্যে গভীপ নিম্নচাপে পরিণত হতে পারে। ১৫ অগাস্ট নিম্নচাপটি পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে সমুদ্র থেকে ভূভাগে প্রবেশ করতে পারে।

আরও পড়ুন: অবশেষে জামিন পেলেন আরামবাগ টিভির সফিকুল, তাঁর স্ত্রী ও ক্যামেরাম্যান

এর ফলে কলকাতা ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপু, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলতাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।

নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ফলে মৎস্যজীবীতে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  শাকভর্তি বস্তার আড়ালে উঁকি দিচ্ছে মানুষের মাথা! শাশুড়িকে খুন করে খালে ফেলার ছক, ধরা পড়লেন বৌমা

Exit mobile version