নিম্নচাপের সঙ্গে অমাবস্যার ভরা কোটাল, দিঘায় ব্যাপক জলোচ্ছ্বাস, ভাসল রাস্তাঘাটও!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিম্নচাপ আর ভরা কোটালের জোড়া ফলায় সুন্দরী দিঘা ভাসল জলে। জলমগ্ন হয়ে পড়লো সমুদ্র শহরের রাস্তাঘাটও। সমুদ্রের জল ফুলে ফেঁপে জলোচ্ছ্বাস দেখা দেয়। সমুদ্রের এই জ্বলোচ্ছ্বাস গত দুদিন ধরেই প্রত্যক্ষ করছেন সকলে। অমাবস্যার কোটালের সঙ্গে নিম্নচাপ, দিঘার সমুদ্রের যেন অন্য চেহারার দেখা মিলছে।

বৃহস্পতিবার যে উচ্চতায় সমুদ্রের ঢেউ এসেছে, সাম্প্রতিক সময়ে এত উঁচু জলোচ্ছ্বাস দেখা যায়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। দিঘা সৈকতের গার্ডরেল টপকে ঢেউ আছড়ে পড়ে ভিতরে। নোনা জলে প্লাবিত হয়ে যায় সৈকত লাগোয়া রাস্তাঘাট।

আরও পড়ুন: চলছিল হোর্ডিং লাগানো, চিড়িয়াখানার ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, তৈরি হল তদন্তকমিটি

প্রবল জলোচ্ছ্বাস দেখে ভয় পেয়ে যান দিঘায় হাজির পর্যটকেরাও। তবে এই জলোচ্ছ্বাসে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে মন্দারমণি, তাজপুর এবং শঙ্করপুরের সমুদ্র উপকূলবর্তী গ্রামগুলোতে। বেশ কয়েক জায়গায় সমুদ্রের বাঁধ ভেঙে নোনা জল গ্রামে ঢুকে গিয়েছে।

রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শম্পা মহাপাত্র বলেন, ‘‘প্রতি বছর কোটালের সময়ে জলোচ্ছ্বাস হয়। তবে এ বছর সমুদ্র ছিল অনেক বেশি অশান্ত। জলোচ্ছ্বাস ছিল অনেক উঁচু।” তিনি জানিয়েছেন, জামড়া, চাঁদপুর, ট্যাংরামারির মতো উপকূলবর্তী গ্রামগুলোতে সমুদ্রের বাঁধ ভেঙে জল ঢুকে গিয়েছে। অন্য দিকে এ দিন সকাল থেকে উঁচু ঢেউ গার্ডরেল পেরিয়ে দিঘার সৈকত সরণির উপর আছড়ে পড়তে থাকে। বাজার পর্যন্ত চলে আসে ঢেউ। পুলিশ টহল দিতে শুরু করে যাতে কেউ সমুদ্রের ধারে না যান।

আরও পড়ুন: আজ-কাল রাজ্য জুড়ে লকডাউন, শুনশান রাস্তাঘাট, মোড়ে মোড়ে জারি নাকা তল্লাশি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest