কংগ্রেস সরকারে এলে গরিব মানুষের পকেটে নগদ পাঁচ হাজার করে টাকা দেবে, প্রতিশ্রুতি দিলেন অধীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কোভিড পরিস্থিতিতে যখন কড়া লকডাউন চলছে, একের পর এক সমীক্ষায় অর্থনৈতিক অধোগতির ছবি উঠে আসছে, তখন নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশে একটি পরামর্শ দিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, গরিব মানুষের হাতে নগদ টাকা পৌঁছে দিতে হবে। তবেই বাজারে চাহিদা তৈরি হবে।

সংবাদমাধ্যমকে অধীরবাবু জানান, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় এলে প্রতিটি পরিবারকে ৫,০০০ টাকা করে দেবে। আগেই ‘ন্যায়’ নামে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনেই দলের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে কংগ্রেস পরিচালিত ছত্তিসগড় সরকার মাথাপিছু ৫,৭৫০ টাকা করে দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘বাংলাদেশ সীমান্ত দিয়ে অস্ত্র আমদানি করছে BJP, মাস্টারমাইন্ড দিলীপ ঘোষ’ বললেন জ্যোতিপ্রিয়

অধীরবাবুর দাবি, সাধারণ মানুষের হাতে টাকা গেলে তা খরচ করতে বাজারে যাবেন তাঁরা। এতে ফের অর্থনীতি সচল হবে। তবে ভোটের মুখে হাতে টাকা দেওয়ার প্রতিশ্রুতি কতটা বৈধ তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভোট ঘোষণার পর কংগ্রেস নেতারা প্রকাশ্যে এই ধরনের প্রতিশ্রুতি দিতে পারবেন কি না প্রশ্ন থাকছে তা নিয়েও।

তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও তীব্র সমালোচনা করেন অধীরবাবু। তিনি বলেন, প্রথমে হল দিদিকে বলো। তারপর দুয়ারে দুয়ারে। এখন বলছেন পাড়ায় পাড়ায়। সকাল-বিকেল যে ভাবে নির্বাচনকে সামনে রেখে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন তাতে মনে হচ্ছে প্রতিশ্রুতির চৈত্র সেল চলছে। অধীরবাবুর মন্তব্যে তৃণমূলের কটাক্ষ, ক্ষমতা দখলের স্বপ্ন না দেখে প্রার্থীদের জামানত বাঁচানোর চেষ্টা শুরু করা উচিত কংগ্রেসের।

আরও পড়ুন: বল্লভপুরের আদিবাসী পাড়ায় হঠাৎ মুখ্যমন্ত্রী, তরকারি রেঁধে, চা খেয়ে দিলেন টাকা

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest