Site icon The News Nest

চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাজ্যপাল

ফের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে টুইট যুদ্ধে নামলেন রাজ্যপাল। শুক্রবার সকালে পরপর দুটি টুইট করে চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম কেনাতেও দুর্নীতির অভিযোগ সামনে আনলেন। করোনা চিকিৎসার জন্য গত কয়েকমাসে প্রায় ২ হাজার কোটি টাকার সরঞ্জাম কিনেছে রাজ্য সরকার। যার গুণমান খারাপ ছিল।

সম্প্রতি একথা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছয়। এবিষয়ে খোঁজ খবর নেওয়ার পরই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। সেই প্রসঙ্গ টেনে রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রীকে বিঁধে লেখেন, “এবার পর্দা সরিয়ে আসল তথ্য বাইরে আনুন। আর্থিক অনিয়ম এবং নির্দিষ্ট কয়েকজনের লাভবান হওয়ার খবরে বিরক্তি বোধ করছি।”

আরও পড়ুন : ‘স্বামী একদম ঝগড়া করে না’, বিরক্ত মহিলা করলেন ডিভোর্স মামলা

আরেকটি টুইটে ধনকড় লেখেন, “কেনাকাটার কাটমানি কোথায় গেল? কে বা কারা লাভবান হলেন? সেটা খোঁজাই তদন্তের একমাত্র কাজ হওয়া উচিত। করোনা ক্রয়ের হিসাব, কোথা থেকে কেনা হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছেন তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ হোক। স্বচ্ছতার অভাবেই দুর্নীতি জন্ম।”

চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম কেনাতেও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি কানে যেতেই তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। সেই ইস্যুতেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কোথা থেকে সরঞ্জাম কেনা হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছে তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান তিনি।

আরও পড়ুন : সরকারি হিসাব!! ১৩ মাসে নাকি আট সন্তানের জন্ম দিয়েছেন ৬৫ বছর বয়সী মহিলা

 

Exit mobile version