Site icon The News Nest

কাশী ও মথুরাকেও ‘স্বাধীন’ করার ডাক কর্নাটকের বিজেপি মন্ত্রীর

অযোধ্যার পরে এবার কাশী ও মথুরায় হিন্দু ধর্মের হৃত গৌরব ফেরানোর ডাক দিলেন কর্নাটকের মন্ত্রী তথা বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা।

বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভিতপুজো উপলক্ষে কর্নাটকের শিবমোগ্গা জেলায় পুজো ও যজ্ঞের ব্যবস্থা করে রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্যের পঞ্চায়েত রাডজ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী ঈশ্বরাপ্পা বলেন, ‘দাসত্বের একটি চিহ্ন মুছে ফেলা গিয়েছে। আরও দুটি বাকি রয়েছে কাশী ও মথুরায়, যেগুলি মুছে ফেলা দরকার এবং ওই দুই স্থানে মন্দির নির্মাণের জন্য মসজিদকে জায়গা ছাড়তে হবে।’

আরও পড়ুন : মোদির বহু আগে রাম মন্দিরের শিলান্যাস হয়েছিল রাজীব জমানায়,দাবি কংনেতা কমলনাথের

কর্নাটক বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, শক্তিশালী ভারত গড়ে তুলতে দাসত্বের সমস্ত চিহ্ন ভারতের বুক থেকে মুছে ফেলতে সব রকম চেষ্টা করতে হবে।

কর্নাটক কংগ্রেসের মুখপাত্র বি এল শংকর বলেন, ‘আমরা জানি না, এই অবস্থান ঈশ্বরাপ্পার ব্যক্তিগত না কি বিজেপি-র। যদি বিজেপি এমন অবস্থান নিয়ে থাকে, একমাত্র তাহলেই আমরা এই নিয়ে মন্তব্য করব।’

অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোকে স্বাগত জানিয়েছে কংগ্রেসও, তবে এই অনুষ্ঠানের মাধ্যমে বিভেদ নয়, ঐক্যের প্রয়াস হওয়া দরকার। কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার ঘোষণা করেছেন, ‘প্রভু রাম সকল কংগ্রেসীর হৃদয়ে রয়েছেন।’

রামকে নিয়ে বিজেপি রাজনীতি করেছে। কংগ্রেস হঠাৎ করে রামের বিরোধিতা করে নরেন্দ্র মোদিকে আলাদা করে বাড়তি ফুটেজ খেতে dite raji নয়। এমনিতে যাদের জন্য এই রামমন্দির তাদের আগেই মার্গদর্শক বানানো হয়েছিল। তবে এবার তাদের দূরদর্শন দর্শক বানানো হল।

আরও পড়ুন : রামমন্দিরের শিলান্যাসের দিনটিকে স্বাধীনতা দিবসের সঙ্গে তুলনা করলেন মোদী

Exit mobile version