Site icon The News Nest

Kerala Election Results 2021 LIVE: এগিয়ে বামজোট, ভাঙার পথে চার দশকের প্রথা

PinarayiVijayan 050421 1200x800 1

করোনা পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামলানোর পুরস্কার পেতে চলেছে কেরলের পিনারাই বিজয়ন (Pinarai) সরকার (Kerala Government)।

গত ৬ এপ্রিল এক দফাতেই ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয় এই রাজ্যে। এবং গত ২৯ এপ্রিল প্রকাশিত হওয়া বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় মিলেছে ‘প্রথা ভঙ্গের’ ইঙ্গিত। কেরলে গত ৪০ বছরে কোনও দল পরপর দু’টি নির্বাচনে জিতে সরকার গঠন করেনি। তবে বুথফেরত সমীক্ষা যদি সত্যি হয়, সেই প্রথা ভাঙতে চলেছে ২০২১ সালে। কারণ প্রায় সব সমীক্ষাতেই এগিয়ে রয়েছে রাজ্যের ক্ষমতাসীন বামজোট। তবে সেই পূর্বাভাস সত্যি হবে কি না, তা জানা যাবে আজই। করোনা আবহেও এবারের নির্বাচনে ভোট পড়েছে ৭৪.০২ শতাংশ। ১৪০ আসন বিশিষ্ট কেরল বিধানসভায় সরকার গঠন করতে প্রয়োজন ৭১টি আসন।

আরও পড়ুন: নন্দীগ্রামে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুরে মাস্টারমশাই, দেখে নিন বাকিদের অবস্থা

আপাতত ৮৯টি আসনে এগিয়ে বামজোট

আপাতত ৮৯টি আসনে এগিয়ে লেফ্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট। কংগ্রেস এগিয়ে মাত্র ৪৬টি আসনে। বিজেপি আপাতত এগিয়ে ৩টি আসনে।

এগিয়েছে রয়েছেন মেট্রোম্যান

বিজেপি প্রার্থী কে সুরেন্দ্রণ এগিয়ে রয়েছেন পালক্কড় আসন থেকে।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচবে কেরলের ২০টি আসনের মধ্যে ১৯টিতেই জিতেছিল কংগ্রেস। রাহুল গান্ধি নিজে কেরলের ওয়ানাড থেকে জিতেছিলেন। তাই ২০২১ সালে ইউডিএফ-এর ক্ষমতায় আসার সম্ভাবনা তুমুল। কিন্তু সমীকরণ বদলে যায় করোনার প্রথম ও দ্বিতীয় -দুপর্যায়েই। সরকার ও প্রশাসনের জনমুখী পরিকল্পনা পিনারাজ বিজয়ন সরকারকে ফের ক্ষমতার সামনা-সামনি এনে দেয়। বুথ ফেরৎ সমীক্ষাও তাই বলছে। রাহুল ম্যাজিকের আশায় কংগ্রেস হারানো জমি ফিরে পাওয়ার মরিয়া চেষ্টায় নামলেও তা খুব একটা কাজ করছে না। অধিকাংশ বুথ ফেরৎ সমীক্ষা এগিয়ে রাখছে বামজোটকেই।কেরলের এক্সিট পোল (Kerala Exit Poll Results 2021) বলছে, বাম সরকারকেই কেরলবাসী আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় রেখে দিচ্ছে।

গত ৬ এপ্রিল একদফায় কেরলবাসী জানিয়ে দিয়েছেন নিজের মত। কেরালা বিধানসভায় ক্ষমতা দখলের জন্য দরকার ৭১ আসন। Today-Axis My India- এক্সিট পোলে সিপিএম নেতৃত্বাধীন LDF পেতে চলেছে ১০৪-১২০ আসন,কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রোটিক ফ্রন্ট (ইউডিএফ) পেতে পারে ২০-৩৬ আসন, আর বিজেপি পেতে পারে ০-২ আসন, অন্যান্যরা পেতে পারে ০-২ আসন। Republic-CNX-এক এক্সিট পোলও বলছে বামজোট পেতে পারে ৭২-৮০ আসন, কংগ্রেস জোট পেতে পারে ৫৮-৬৪ আসন, এনডিএ পেতে পারে ১-৫ আসন।

আরও পড়ুন: WB election 2021: বিজেপির ‘নক্ষত্রপতন’? অনেকটাই পিছিয়ে লকেট-বাবুল-পার্নো-রুদ্রনীল-অগ্নিমিত্রা

 

Exit mobile version