Site icon The News Nest

কলকাতা, বাগডোগরার উড়ান যাত্রীদের জন্য নয়া কোয়ারেন্টাইন নিয়ম, দেখে নিন…

কলকাতা এবং বাগডোগরা বিমানবন্দরের যাত্রীদের জন্য নয়া নিয়ম চালু করল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। ঘরোয়া উড়ানের যাত্রীদের স্বঘোষিত ফর্ম পূরণ করতে হবে। বাধ্যতামূলকভাবে ডাউনলোড করতে হবে আরোগ্য সেতু অ্যাপ। আর কী কী নিয়ম চালু হয়েছে।

আরও পড়ুন : রাষ্ট্রপুঞ্জ, গুগলের কাছে বিতর্কিত মানচিত্র পাঠাচ্ছে নেপাল, লক্ষ্য স্বীকৃতি

1.সব যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করতে হবে।

2.উপসর্গ থাকা যাত্রীদের করোনা টেস্টের জন্য নিকটবর্তী কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

3.উপসর্গহীন যাত্রীদের স্বেচ্ছায় ১৪ দিনের নজরদারিতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

4.উপসর্গ থাকা যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখার প্রয়োজন আছে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষ।

5.সব যাত্রীকে বাধ্যতামূলকভাবে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে।

6.পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের তৈরি ‘সন্ধানে’ (Sandhane) অ্যাপ ব্যবহার করে সেলফ-ডিক্ল্যারেশন ফর্ম (স্বষোঘিত ফর্ম) পূরণ করতে হবে।

7.Google Play Store থেকে ‘সন্ধানে’ (Sandhane) অ্যাপ ডাউনলোডের লিঙ্ক

8.এই লিঙ্কে ক্লিক করেও ‘সন্ধানে’ (Sandhane) অ্যাপ ডাউনলোড করতে

আরও পড়ুন : #lipstickday: ঘরবন্দি থাকার জেরে মনখারাপ? বিষন্নতা ঝেড়ে ফেলে ঝিলিমিলিয়ে উঠুন লিপস্টিকের রঙে

Exit mobile version