অন্ডালে খনি এলাকায় ধস, তলিয়ে গেল কর্মী আবাসন, সন্ধান মিলছে না যুবতীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: অন্ডালে জামবাদ খনি এলাকায় ধস, তলিয়ে যায় পরিত্যক্ত কর্মী আবাসন। জানা যায়, পরিত্যক্ত ওই আবাসনেই থাকত কয়েকটি পরিবার। ধসে এক মহিলার তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে যায় দমকল ও পুলিশ।

আরও পড়ুন : করোনার হামলা এবার খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির অন্দরে

শনিবার ভোররাতে কয়েকশো মিটার জুড়ে ধস নামে জামবাদ কয়লা খনি এলাকায়। ধসে ইসিএল–এর পাঁচটি পরিত্যক্ত বাড়ি ভেঙে পড়ে, তলিয়ে যান ৩৬ বছরের এক যুবতী। তবে ওই বাড়িগুলির বাকি পরিবারগুলির সদস্যরা নিরাপদে আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অন্ডাল থানার পুলিশ এবং দমকল। শনিবার সকালে ইসিএল–এর তরফে গাফিলতির অভিযোগ তুলে ধরনায় বসেন আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।

২০১৩–য় জামবাদ কয়লা খনি সম্প্রসারণের কাজ শুরু হয়। সেসময় খনি সংলগ্ন বেনিয়াডি অঞ্চলের ওই বাড়িগুলিকে পরিত্যক্ত ঘোষণা করে বাসিন্দাদের অন্যত্র উঠে যেতে বলে ইসিএল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইসিএল পুনর্বাসন না দেওয়ার কারণেই তাঁরা ওই পরিত্যক্ত বাড়িগুলিতে থাকতেন। এলাকা খালি না হওয়ায় থমকে যায় সম্প্রসারণের কাজ। এলাকাও ধসপ্রবণ হয়ে।  

আরও পড়ুন : সাতসকালে তরুণীকে গুলি করে খুন প্ৰাক্তন প্রেমিকের, ঘাড়ের ক্ষত দিয়ে বেরিয়ে এল মাংসপিণ্ড…

Gmail 3
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest