ঝোপের আড়ালে লুকিয়ে চিতা বাঘ, তাড়া খেয়ে সোজা মগডালে, আতঙ্ক ময়নাগুড়িতে

এবার বেড়াল নয়, তাড়া খেয়ে তরতরিয়ে গাছে উঠে পড়ে আস্ত একটি চিতা বাঘ।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কথায় আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। তবে এবার বেড়াল নয়, তাড়া খেয়ে তরতরিয়ে গাছে উঠে পড়ে আস্ত একটি চিতা বাঘ। ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানের কাছেই ময়নাগুড়ির সাতভেন্ডি চা বাগান। রবিবার সেই বাগানের মধ্যেই লুকিয়ে ছিল চিতাটি।

ঝোপের মধ্যে নড়াচড়া দেখেই সন্দেহ হয়েছিল চা শ্রমিকদের। চা বাগানে চিতার উতপাত নতুন কিছু নয়। তবে এদিন চা শ্রমিকরা চিতাটিকে তাড়া করতেই প্রথমে কিছুক্ষণ ছোটাছুটি, এরপর সোজা বাগানের একটি গাছের একেবারে মগডালে উঠে পড়ে চিতাটি। খবর দেওয়া হয় বনদফতরে।

আরও পড়ুন: খাতায় কলমে এখনও বিজেপিতে, তবু নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন মনিরুল ইসলাম

গাছের নীচে খাঁচাও পাতেন বনকর্মীরা। এরপর চিতাকে কাবু করতে ঘুমপাড়ানি গুলি ছোঁড়েন বনকর্মীরা। কিন্ত চিতাবন্দি তো দূরের কথা, গুলি ছুঁড়তেই গাছ থেকে নেমে পাশের জঙ্গলে গা ঢাকা দেয় চিতাটি। কিছুটা হলেও স্বস্তি ফেরে চা শ্রমিকদের মধ্যে।

এই এলাকায় প্রায়শই চা বাগানে বন্যপ্রাণের উৎপাত দেখা যায় বলে জানান চা-শ্রমিকরা। গণ্ডার থেকে বাইসন সবই আচমকা চা বাগানে ঢুকে পড়ে। বাঘও ঢুকেছে এর আগে অনেকবার। হামলার আতঙ্ক সঙ্গী করেই কাজ করেন তাঁরা।

আরও পড়ুন: গরমে কুল থাকতে রোজ পাতে থাকুক ঢেঁড়স! চাষ করুন বাড়িতেই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest