এ রাজ্যেও চালু হতে চলেছে লোকাল ট্রেন, প্রস্তুতি শুরু করল পূর্ব রেল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: মুম্বইয়ের পর এবার কলকাতাতেও চালু হতে চলেছে লোকাল ট্রেন। কীভাবে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি মেনে লোকাল ট্রেন চালু করা যায় তা নিয়ে হাওড়া ও শিয়ালদার আধিকারিকদের ১০ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে পূর্ব রেল। তার পর পরিকাঠামো তৈরি করে চালু করা হবে ট্রেন।

পূর্ব রেল সূত্রের খবর, ‘ট্রেন চালাতে তৈরি তারা। অপেক্ষা শুধু কেন্দ্রের নির্দেশের।’ তার আগে লোকাল ট্রেনে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি চূড়ান্ত করতে হবে পূর্ব রেলকে। প্রথমে শিয়ালদা ও হাওড়া ডিভিশনে ট্রেন চালু হলেও পরে ধাপে ধাপে অন্যান্য ডিভিশনেও চালু হবে লোকাল ট্রেন।

গত মার্চে লকডাউনের শুরু থেকে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। এর জেরে বিশেষ করে সমস্যায় পড়েন কলকাতা ও মুম্বইয়ের যাত্রীরা। কারণ দেশের এই ২ শহরের নিত্যযাত্রীরা প্রধানত লোকাল ট্রেন পরিষেবার ওপর নির্ভরশীল। অন্য শহরে লোকাল ট্রেনের ওপর নির্ভরতা এতটা নয়। তবে তার আগে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে স্টেশন এবং ট্রেনে চড়ার সময় কিছু নিয়মের বদলও আনা হতে পারে। স্টেশনে ঢোকা-বেরনোর সময় থার্মাল স্ক্যানিং-এর ব্যবস্থা করা হবে।  

আরও পড়ুন: পাঁচতলা থেকে ৩ শিশুকে ছুড়ে ফেলল পড়শি, বড়বাজারে মৃত ১

দূরত্ববিধির বিষয়ে নজর দেওয়া হবে। অফিস টাইমে বেশি ভিড় হয়। সে কথাও মাথায় রাখা হচ্ছে। এই করোনা পরিস্থিতিতে কী ভাবে বিধি নিষেধ মেনে পরিষেবা দেওয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট অফিসারদের প্রতিটি স্টেশনে সরেজমিনে খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ব রেলের এক কর্তা বলেন, “রেল সব সময়ই তৈরি। যখনই ট্রেন চালানোর নির্দেশ আসবে, পরিষেবা শুরু হবে। আমারা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছি। তবে এখনই কোনও নির্দেশ আসেনি।” ট্রেন পরিষেবা চালু হলে জেলা থেকে গন্তব্যে পৌঁছতে আর দুর্ভোগের মুখে পড়তে হবে না যাত্রীদের। জেলা থেকে কলকাতাগামী বাসের উপর বাড়তি চাপও কমবে। ইতিমধ্যে সরকারি এবং বেসরকারি বাসের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। কলকাতায় চালু হয়েছে অটো-ট্যাক্সি। তবে এখনও মেট্রো পরিষেবা চালু হয়নি। কলকাতা মেট্রো রেল বোর্ডের অধীনে। পরিষেবা চালু না হলেও, মেট্রোর প্রতিটি স্টেশনে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিগন্যালিং ব্যবস্থা, রেক মেরামতি শেষ। যাত্রী পরিষেবা চালু হলে, টিকিট কাউন্টারে কী ভাবে দূরত্ববিধি মানতে হবে, তা-ও ঠিক হয়ে গিয়েছে। মেট্রোতে যাত্রী নিয়ন্ত্রণও করা হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে রেল বোর্ডের সিদ্ধান্তের উপর।

আরও পড়ুন: ফাইনাল সেমিস্টার হবে না,আগের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে পাশ

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest