Site icon The News Nest

বুধবার থেকে কোন রুটে কতগুলি লোকাল ট্রেন? জানুন জরুরি তথ্য

LocalTrains

দীর্ঘ জল্পনার পর আগামী বুধবার থেকে রাজ্যে চালু হবে লোকাল ট্রেন (Local trains)। প্রায় আট মাস পর ফের পশ্চিমবঙ্গে গড়াবে লোকাল ট্রেনের চাকা। ধীরে ধীরে বাড়ানো হবে ট্রেন সংখ্যা।

আবেদন-অনুরোধ, বিচার-বিবেচনার পরে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনের সংখ্যা চূড়ান্ত করে বিজ্ঞপ্তি জারি করল রেল। বুধবার শিয়ালদহ ডিভিশনে ৪১৩টি এবং হাওড়া ডিভিশনে ২০২টি লোকাল ট্রেন দিয়ে পরিষেবা শুরু করা হবে বলে রেল সূত্রের খবর। পরে যাত্রী-সংখ্যা, ভিড়-সহ সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজন অনুযায়ী ট্রেনের সংখ্যা নির্ধারণ করা হবে।

আরও পড়ুন : ‘আমাদের গর্ব’, কমলা হ্যারিসের জয়ে চোখে জল তামিলনাড়ুর এই গ্রামের বাসিন্দাদের

শিয়ালদহ দক্ষিণ শাখায় ১৪৩টি ট্রেনের মধ্যে শিয়ালদহ-বজবজ রুটে চলবে ২৭টি, লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় ২১টি, ডায়মন্ড হারবার শাখায় ২৪টি, শিয়ালদহ-ক্যানিং শাখায় ৩১টি, শিয়ালদহ-সোনারপুর শাখায় ১৯টি এবং শিয়ালদহ-সোনারপুর-বারুইপুর শাখায় ২১টি।

শিয়ালদহ উত্তরশাখা

এছাড়াও হাওড়া-মেদিনীপুরের মধ্যে ১৩টি ও হাওড়া-পাঁশকুড়ার মধ্যে ৮ টি ট্রেন চলবে। শালিমার-সাঁতরাগাছি, পাঁশকুড়া-দিঘা, হাওড়া-খড়্গপুর. হাওড়া-হলদিয়া, হাওড়া-মেচেদা, সাঁতরাগাছি-পাঁশকুড়া, হাওড়া-আমতা, শালিমার-মেচেদা, সাঁতরাগাছি-মেচেদা, মেচেদা-দিঘা, মধ্যেও লোকাল ট্রেন চালু হবে।

অন্যদিকে এবার মান্থলির ক্ষেত্রেও রয়েছে সুবিধা। মান্থলি (Monthly Ticket) বা সিজন টিকিটের (Season Ticket) মেয়াদও বৃদ্ধির ঘোষনা করেছে রেল। অর্থাৎ লকটাউনের জেরে লোকাল ট্রেন বন্ধ হওয়ায় সময় যে যাত্রীর মান্থলি বা সিজন টিকিট যতদিন বাকি ছিল, ততদিনের মেয়ার বাড়িয়ে দেওয়া হবে। যাত্রীরা যে কাউন্টার থেকে টিকিট কেটেছিলেন সেই কাউন্টারে গিয়েই এই মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।

আরও পড়ুন : হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে এই প্রথমবার IPL ফাইনালে দিল্লি!

Exit mobile version