Site icon The News Nest

Lockdown in Bengal: বন্ধ স্কুল- কলেজ, রাজ্যে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সম্পূর্ণ লকডাউন, দেখুন পূর্ণাঙ্গ তালিকা…

kolkata lockdown

রাজ্যের কন্টেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ বাড়ানো হল ২০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে শহরতলির ট্রেন এবং মেট্রো চলাচল চালু করতে চাইলে রাজ্যের কোনও আপত্তি নেই বলেও বুধবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখনও তো কোভিড হচ্ছে এবং কোনও জেলায় হয়তো একটু কম, কোনও জেলায় একটু বেশি হচ্ছে। কোনও জেলায় একটা পকেটে বেশি হচ্ছে। কোনও জেলায় আবার কমানোর চেষ্টাও হচ্ছে। ট্রেসিং, টেস্টিং এবং ট্রিটমেন্ট – এই তিনটের উপরই আমাদের নজর রাখতে হবে। মাস্ক পরবেন। হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও নজরে রাখুন।’

আরও পড়ুন: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বিকেল থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস, সন্ধ্যায় বইবে ঝোড়ো হাওয়া

পরে তিনি জানান, পশ্চিমবঙ্গে নাহলেও অন্যান্য রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার খবর তাঁর কানে আসছে। তাই রাজ্য এখনই পুরোপুরি লকডাউন তুলে নেওয়ার পথে হাঁটছে না। সম্পূর্ণ লকডাউনের সূচি ঘোষণা করে মমতা জানান, আপাতত ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে সাপ্তাহিক লকডাউন চলবে। আগামী মাসে ৭ (সোমবার), ১১ (শুক্রবার) এবং ১২ (শনিবার) তারিখ সম্পূর্ণ লকডাউন হবে। তারপর পরিস্থিতির বিবেচনা করে লকডাউন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আপাতত এখন আর কিছু বলছি না। ২০ তারিখের পর বা তার মধ্যে বিশ্বকর্মার পুজোর পর লকডাউন বাড়ানোর কোনও পরিস্থিতি যদি তৈরি হয়, সেটা আমরা বলে দেব।’

আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে সব স্কুল ও কলেজ বন্ধ থাকবে। বুধবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের কথা স্পষ্টভাবে উল্লেখ না করলেও মুখ্যমন্ত্রী বলেন, ‘স্কুল, কলেজ-সহ এখন যা যা বন্ধ আছে, তা থাকবে।’শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, পড়ুয়াদের জীবন ঝুঁকির মুখে ঠেলে স্কুল-কলেজ খোলা হবে না।

আরও পড়ুন: টিম পিকের আপত্তি! বিশ বাঁও জলে শোভনের তৃণমূলে ‘ঘর ওয়াপসি’

Exit mobile version