বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে নিম্নচাপ! ফের কী ঘূর্ণিঝড়? কি বলছে হাওয়া অফিস ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: বাংলায় আমফানের ক্ষত শুকোতে না শুকোতেই সাগরে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে আবারও এক নিম্নচাপ তৈরি হতে পারে, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৮ ও ৯ জুন বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে কি ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা থাকছে?

আরও পড়ুন: মারা গেলেন কলকাতা পুলিশের কনস্টেবল, রাজ্য পুলিশে করোনার প্রথম শিকার

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস জানিয়েছেন, ”আগামী ৮ ও ৯ তারিখ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে”।শক্তি বৃদ্ধি করে তার ঘূর্ণিঝড়ের চেহারা নেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানাচ্ছে দিল্লির মৌসম ভবন।

যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তা হলে তার নাম হবে গতি। তবে সেই সম্ভাবনা এখনই দেখছেন না আবহাওয়াবিদরা।মৌসম ভবনের অধিকর্তা মৃতুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। উল্টে বর্ষার আগমনে সুবিধা করে দেবে এই নিম্নচাপ।

কেরলে বর্ষা ঢুকেছে গত ১ জুন। এ বার রাজ্যের দুয়ারেও কড়া নাড়ছে সে। বঙ্গোপসাগরের ওই নিম্নচাপের হাত ধরে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সোমবারের মধ্যে নিম্নচাপটি কেমন চেহারা নেবেতা আরও স্পষ্ট হয়ে যাবে। ওড়িশা,পশ্চিমবঙ্গে তার জেরে ভাল রকমের বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহের শুরু থেকেই।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, “নিম্নচাপটি কেমন চেহারা নিচ্ছে তা বোঝা যাবে আগামী সোমবার। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।” রাজ্যে চলছে প্রাক্‌ বর্ষার বৃষ্টি। প্রায় প্রতিদিনই ঝড়বৃষ্টি লেগে রয়েছে। ঘন ঘন কালবৈশাখীও হয়ে চলেছে। শুক্রবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হয়েছে। এ রাজ্যে পূর্বাঞ্চল হয়ে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ৫ জুন।  দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে ৮ জুন।  কেরলের শাখাটি উত্তর দিকে উঠতে উঠতে চলে আসে পূর্ব ভারতে। সেটাই দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে আসে। মৌসুমি বায়ুর অন্য শাখা আন্দামান থেকে মায়ানমার হয়ে উত্তর-পূর্বাঞ্চল হয়ে ঢোকে উত্তরবঙ্গে।

আরও পড়ুন: রাজ্যে আমফানে ক্ষতির পরিমাণ ১ লক্ষ কোটি টাকারও বেশি কেন্দ্রীয় দলকে হিসাব দিল নবান্ন

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest