পুনর্গণনা দিলে প্রাণ সংশয়, নন্দীগ্রামের ভোটকর্তার এসএমএস দেখালেন মমতা

মমতা কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠক থেকে নিজের মোবাইলে একটি মেসেজের কথা তুলে ধরেন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভোট মিটল। শেষ হল না নন্দীগ্রাম নিয়ে তরজা। সেখানে গণনায় কারচুপি হয়েছে বলে রবিবার থেকেই অভিযোগ করে আসছে তৃণমূল। এ বার মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, প্রাণনাশের হুমকি রয়েছে বলে পুনর্গণনার নির্দেশ দিতে ভয় পাচ্ছেন নন্দীগ্রামের রিটার্নিং অফিসার।

সোমবার কালীঘাটে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেত্রী। সেখানে রিটার্নিং অফিসারের সঙ্গে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মেসেজ কথোপকথন তুলে ধরেন তিনি। মমতা বলেন,‘এক জনের কাছ থেকে এসএমএস পেয়েছি। নন্দীগ্রামের এক রিটার্নিং অফিসার জানিয়েছেন, বন্দুকের নলের মুখে কাজ করতে হচ্ছে। তিনি যদি পুনর্গণনার নির্দেশ দেন, তাহলে তাঁর প্রাণ সংশয় হতে পারে। নন্দীগ্রামে মেশিন পাল্টে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন : WB election 2021: জয়ের পরদিনই দলীয় প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠক মমতার

মমতা কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠক থেকে নিজের মোবাইলে একটি মেসেজের কথা তুলে ধরেন। যে মেসেজ নন্দীগ্রামের রিটার্নিং অফিসার তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছেন বলে দাবি করেছেন মমতা। যেখানে রিটার্নিং অফিসার লিখেছেন, নন্দীগ্রামের গণনার পুনর্গণনার নির্দেশ দিলে তাঁর এবং তাঁর পরিবারের প্রাণ হারানোর সম্ভবনা রয়েছে। এদিন মমতা বলেন, ‘নন্দীগ্রামের ভোট সবাই দেখেছেন। পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষকরা ছিলেন। রিটার্নিং অফিসাররা ভয় পেয়েছে। আমার কাছে এসএমএস এসেছে, তাতে ওরা বলেছে, ‘আমাকে বন্দুকের ডগায় কাজ করতে হচ্ছে। পুনর্গণনার নির্দেশ দিলে প্রাণসংশয় হতে পারে।’ যদিও সকালের পয়গাম এই মেসেজের সত্যতা যাচাই করেনি।

নন্দীগ্রামের ফল নিয়ে গতকালই মমতা বন্দ্য়োপাধ্যায় বলছেন, ‘নোংরা খেলা খেলেছে। সব অফিসার আমায় বলেছে। আমি সুপ্রিম কোর্টে যাব।’ পাশাপাশি তিনি এও বলছেন, ‘আমি নন্দীগ্রামের জন্যে লড়াই করেছি। যা রায় দিয়েছে আমি মেনে নেব।’ যদিও এদিন মমতা বলেন, ‘চার ঘণ্টা সার্ভার ডাউন, চল্লিশ মিনিট লোডশেডিং। অনেক মেশিন সরিয়েছে। আমরা তো আদালতে যাবই। পুনর্গণনা করতে এত ভয় কীসের?’

ঠিক কার সঙ্গে রিটার্নিং অফিসারের ওই কথা হয়েছে, তা যদিও খোলসা করেননি মমতা। তবে জানিয়েছেন, বিষয়টি নিয়ে আদালতে যাবেন তাঁরা। তত ক্ষণ পর্যন্ত ভিভিপ্যাট, ব্যালট এবং ইভিএম আলাদা আলাদা করে সরিয়ে রাখতে হবে। তদন্ত করে দেখা হবে, সেগুলিতে কোনও বিকৃতি ঘটানো হয়েছে কি না। মমতা বলেন, ‘৮ হাজারের উপর এগিয়ে থাকার মার্জিন এক নিমেষে কী করে শূন্য হয়ে যায়? ইচ্ছা করে সার্ভার ডাউন করে রাখা হয়েছিল। না হলে সারা বাংলার এমন ফলাফল, আর নন্দীগ্রামে আলাদা ফল কী ভাবে হয়?’

আরও পড়ুন : IPL 2021: করোনায় আক্রান্ত কেকেআরের দুই ক্রিকেটার, স্থগিত আরসিবি ম্যাচ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest