পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর। আবহাওয়ার পূর্বাভাসজনিত কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি যাওয়ার কথা ছিল। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে প্রশাসনিক বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন মুখ্যমন্ত্রী। আপাতত ২৯-৩০ সেপ্টেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে।
চার দিনের সফরে সোমবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। করোনা সংক্রমণ এবং লকডাউনের কারণে প্রায় মাস ছয়েক জেলা সফর বন্ধ রেখেছিলেন মমতা। এ বারের শিলিগুড়ি সফর দিয়েই নতুন করে তাঁর জেলা সফর শুরু হওয়ার কথা ছিল। এই দফায় ডিসেম্বরের মধ্যেই রাজ্যের নানা প্রান্তে পৌঁছে বিভিন্ন জেলার প্রশাসনের সঙ্গে মমতা বৈঠক সেরে নিতে চাইছেন বলে নবান্ন সূত্রের খবর।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, রবিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবেআগামী ৭২ ঘন্টায় রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টি হবে। তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে হবে। ইতিমধ্যেই বেশ কিছু জেলায় নিরাপত্তার খাতিরে হলুদ সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে ২০-২২ সেপ্টেম্বর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন সেপ্টেম্বরের শেষের দিকে জেলা সফরে যাবেন। বিগত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ধুয়ে-মুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের বাদ্যি প্রায় বেজেই গিয়েছে। রাজনৈতিক দলগুলির ঘর গুছানোর পালা চলছে। তার মাঝেই মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যবাহী বলেই মনে করা হচ্ছে।
২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতার শেষ দফার প্রশাসনিক জেলা সফর হতে চলেছে কি না, স্পষ্ট নয়। তবে যে সব সরকারি প্রকল্পের কাজ ঝুলে রয়েছে বা এখনও শেষ হয়নি, সে সব ডিসেম্বরের মধ্যেই শেষ করা হোক, মুখ্যমন্ত্রী তেমনই চান। তা নিশ্চিত করাই এই দফার জেলা সফরের মূল লক্ষ্য বলেও জানা যাচ্ছে। কিন্তু নিম্নচাপের জেরে অন্তত এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে সে সফরের সূচনা।