BJP হিন্দুদের ভোট নেবে, ওরা মুসলিমদের ভোটটা, আমি কি কাঁচাকলা খাব: মমতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সব কাজ করে দিয়েছি। তবু লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একটাও আসন পায়নি তৃণমূল। কী অপরাধ ছিল আমাদের?‌ কী অন্যায় করেছিলাম আমরা?‌— আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা নিয়ে মঙ্গলবারের জনসভায় এভাবেই সাধারণ মানুষ তথা ভোটারদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আসন্ন বিধানসভা নির্বাচনে হারানো কেন্দ্রে ফের মানুষের আস্থা অর্জন করতে মরিয়া মমতা এদিন বলেন, ‘‌আমি উত্তরবঙ্গে লোকসভায় একটাও আসন পাইনি। কিন্তু বিধানসভায় আমি আপনাদের আশীর্বাদ, দোয়া— সবটাই চাই।’‌

আরও পড়ুন:  মোদীর আমন্ত্রণে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাংলায় বিধানসভা ভোটে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে এআইএমআইএম (AIMIM)। সেই আসাউদ্দিন ওয়াইসির দলকে মঙ্গলবার নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিযোগ করলেন, বিজেপির (BJP) টাকায় নির্বাচনে লড়াই করে মিম। ভোটভাগের সুবিধা তোলে দুই দল।

হিন্দু-মুসলিম ভোট ভাগাভাগির ফায়দা তুললেই বিজেপি মিমকে সাহায্য করে বলে দাবি মমতার। বলেন,’মুসলিমদের কাছে গিয়ে বলবে, সব মুসলিমদের নয়। ওই হায়দরবাদের নেতাদের বলবে, সব হিন্দুদের গালাগাল দাও। তাহলে কী হবে? হিন্দুরা রেগে যাবে ভোটটা আমি পাব। আর মুসলিম এলাকায় তুমি মুসলিমদের হয়ে এমন ভাল ভাল কথা বল, যাতে মুসলিমদের ভোটটা পেয়ে যাও। অর্থাৎ বিজেপি হিন্দুদের ভোটটা নেবে আর ওরা মুসলিমদের ভোটটা, আর আমি কি কাঁচাকলা খাব? এটা একটা রাজনীতি? এই রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

বিজেপি–র বিরুদ্ধে ইতিহাস, ভূগোল বদলে দেওয়ার অভিযোগ এনে মমতা বলেন, ‘‌‌মাছের তেলে মাছ ভাজছে বিজেপি। বাইরে থেকে আরএসএসের লোকজন আসছে। এরা রামকৃষ্ণ মিশন নয়, এরা ভারত সেবাশ্রম নয়, এরা স্বামী বিবেকানন্দ নয়, এরা একটা ঘৃণ্য ধর্মের প্রচারক। ওদের উদ্দেশ্য বাংলাকে গুজরাট বানিয়ে দেওয়া। আমরা তা হতে দেব না।’‌

মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ‘‌সারা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে নতুন একটা ধর্ম তৈরি করেছে— দাঙ্গা ধর্ম, কুৎসা ধর্ম। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের হিন্দু ধর্ম নয়, ওটা ঘৃণ্য ধর্ম। একে অন্যজনকে খুন করার রাজনীতি করছে। ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দিচ্ছে।’‌ বিজেপি, সিপিএম, কংগ্রেসকে ‘‌‌অঙ্কা, বঙ্কা, শঙ্কা’‌ বলে এদিন কটাক্ষ করেছেন মমতা।

আরও পড়ুন:কঙ্গনা-হৃত্বিক আইনি লড়াইয়ে নতুন মোড়, ফের প্রকাশ্যে কাজিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest