ঝাড়গ্রামে শাহের সভা বাতিল, বললে লোক পাঠিয়ে দিতাম – কটাক্ষ মমতার

'বাংলা থেকে ১৮ জন এমপি। কোনও কাজ নেই। এখন তাঁরা বিধানসভা ভোটে দাঁড়াচ্ছে। এমপি হয়ে ভরাডুবি, এমএলএ হয়ে বাজাবে ডুগডুগি।'
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পায়ে চোট পাওয়ার পর সোমবার প্রথম জনসভা করলেন লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বলরামপুরের সভা থেকে ঝাড়গ্রামে শাহের সভা বাতিল নিয়ে খোঁচা দিলেন তৃণমূল নেত্রী। বললেন, “শুনলাম লোকের অভাবে ঝাড়গ্রামে একটা সভা বাতিল হয়েছে। আমাকে বলতে পারত। সভায় আমিই কিছু লোক পাঠিয়ে দিতাম।”

উল্লেখ্য, এদিন সকালে ঝাড়গ্রামে অমিত শাহের সভা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টার করে সেখানে পৌঁছতে পারেননি তিনি। সশরীরে তিনি উপস্থিত থাকতে না পারলেও ভারচুয়ালি বক্তব্য রাখেন শাহ। এবার সেই সভা নিয়ে খোঁচা দিলেন মমতা। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে রাখলেন, কোনওভাবেই তাঁকে দমানো যাবে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা মানেই, মঞ্চ জুড়ে মুখ্যমন্ত্রীর হাঁটা, উদ্ধত তর্জনী। এই প্রথমবার বসে বক্তব্য রাখলেন মমতা। যদিও তাঁর বার্তা, ‘হুইল চেয়ারে বসেই বাংলা জয় হবে।’ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি স্ট্রিট ফাইটার। বহু বাধা বিপত্তি সত্ত্বেও তিনি রাস্তায় নেমে লড়াই করতে জানেন। তাই পা ভাঙা পায়েই খেলা হবে, হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর।

বিজেপিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘রেল, সেল, কোল, বিএসএনএল সব বিক্রি করে দিচ্ছে। সব প্রাইভেটাইজেশন হচ্ছে। কোথায় যাবেন, সব বন্ধ হয়ে গেলে? আপনারা জোট বাঁধুন, তৈরি হন। এরা সর্বনাশা, বিনাশের সরকার। রথযাত্রা করবে। এদের রথযাত্রায় বিজেপি নেতা বসে থাকে। খাচ্ছে, দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। সব জগন্নাথ মনে করছে নিজেকে। বিজেপি বাংলার কুৎসা করছে। কারও একজনের বাড়িতে খেয়ে বলবে তফশিলি বন্ধু। আগে তফশিলির হাতে রান্না করা খাবার খাও। হোটেল থেকে রান্না করা খাবার এনে তফশিলি বন্ধু। এই যে আমি থাকতে পারছি না, আমার সঙ্গে একটা বাউরি মেয়ে এসেছে। আমরা এক বিছানায় ঘুমাই। একসঙ্গে খাই। বিজেপি তিলক কেটে পান চিবোতে চিবোতে দেশটার সর্বনাশ করছে।’

আরও পড়ুন: WB election 2021: লকেটকে সামনে বসিয়ে মাংস-ভাত খাওয়ালেন শিশির, পান সেজে দিলেন শুভেন্দুর মা

‘আদিবাসীদের জমি কাড়া যাবে না। এ আইন আমরা করেছি। কুর্মিদের জন্য বোর্ড তৈরি হয়েছি, আমি নিজে কুরমালি ভাষায় কবিতা লিখেছি। বাউড়ি, বাগদি, মতুয়া বোর্ড, তফশিলিদের জন্য অ্যাডভাইজারি কাউন্সিল তৈরি করেছি। আমরা মেডিক্যাল কলেজ, কিষাণ মাণ্ডি, পলিটেকনিক কলেজ, আইটিআই করেছি। রঘুনাথ মুর্মুকে আমরা সম্মান জানাই। আজ পর্যন্ত দেখাক বিজেপি একটা কাজ করেছি। বাংলা থেকে ১৮ জন এমপি। কোনও কাজ নেই। এখন তাঁরা বিধানসভা ভোটে দাঁড়াচ্ছে। এমপি হয়ে ভরাডুবি, এমএলএ হয়ে বাজাবে ডুগডুগি। জিজ্ঞাসা করুন কী কী করবে আর?’

হুইলচেয়ারে বসেই সভা থেকে তৃণমূল নেত্রীর হুঙ্কার, “আমি সাধারণ মেয়ে, স্ট্রিট ফাইটার। ভাঙব তবু মচকাব না।” মুখ খুললেন পায়ের চোট নিয়েও। বলরামপুরের সভা থেকে মমতার অভিযোগ, “আমার প্রচারে বাধা দিতেই হামলা চালানো হয়েছিল। আমার গাড়ির দরজা চেপে দেওয়া হয়। কেউ কেউ ভেবেছিল ভাঙা পা নিয়ে রাস্তায় বেরব না। কিন্তু সেটা হওয়ার নয়।” এর পরই তাঁর হুঁশিয়ারি, “আমি অনেক মার খেয়েছি। অনেক কিছু সহ্য করেছি। কিন্তু আমাকে থামিয়ে রাখা যায়নি। এক পা নিয়েই খেলা হবে।” নাম না করেই বিজেপিকে কটাক্ষ. “এক পা নিয়ে এমন দেব, তখন বুঝতে পারবেন। বাংলার প্রতিটি মা-বোনের পা আমার পা হয়ে কাজ করবে।” সবমিলিয়ে ভোটের আবহে মমতার পায়ে চোট নিয়ে চাপানউতোর শুরু হয়েছে বাংলা জুড়ে। এদিন লড়াকু নেত্রী কার্যত বুঝিয়ে দিলেন, কোনওভাবেই তাঁকে দমিয়ে রাখা যাবে না।

আরও পড়ুন: প্রকট সম্ভাবনাময় মুখের অভাব, পাশ করা ছাত্রদের ফের পরীক্ষায় বসলো বঙ্গ–বিজেপি

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest