সায়নী, রাজ থেকে মনোজ, মমতার প্রার্থী তালিকায় তারকার ছটা, দেখে নিন গুঞ্জনে এগিয়ে কারা…

সূত্রের দাবি, মার্চের শুরুতেই প্রকাশ হতে পারে তৃণমূলের প্রার্থী তালিকা। একাংশ আবার বলছে, বামেদের ব্রিগেডের পরই রবিবার সন্ধ্যায় প্রকাশিত হতে পারে এই তালিকা।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিধানসভা ভোটের (Bengal Assembly Election 2021) দামামা বেজে গিয়েছে। ময়দানে যুযুধান সব পক্ষই। প্রাথমিকভাবে এখন সকলেরই নজর প্রার্থী তালিকায়। কোন দল কোন কেন্দ্রে কাকে প্রার্থী করে, সে দিকেই তাকিয়ে সব মহল। সব দলই যে প্রার্থী তালিকার খসড়া তৈরি করে ফেলেছে তা এক প্রকার ধরে নেওয়াই যায়। তবে সূত্রের খবর, ২৯৪টি আসনেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। এখন শুধু ঘোষণার অপেক্ষা।

গত লোকসভা ভোটেও প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেসই। বাকিরা যখন ৪২ কেন্দ্রের মুখ খুঁজতে নাকানি চোবানি খাচ্ছে, তখন তৃণমূল কিন্তু প্রতিটি কেন্দ্রেই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিল। এ বারও বিরোধীদের গতি ততটাই শ্লথ হবে কি না তা তো সময়ই বলবে। তবে শোনা যাচ্ছে, তৃণমূল তৈরি। শাসকদলের অন্দরের খবর, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ১২ জনের যে নির্বাচনী কমিটি তৈরি করেছেন, তাঁদের নিয়ে বৈঠকে বসবেন। এরপরই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে ঘোষণা করা হবে প্রার্থী তালিকা।

সূত্রের খবর, বিধানসভা ভোটের প্রার্থী তালিকাতে বহু নতুন মুখের পাশাপাশি টালিগঞ্জ চলচ্চিত্র জগতের একাধিক তারকারও নাম রয়েছে।

সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন সায়নী ঘোষ । খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হয়ে মুখ খুলেছেন। সূত্রের খবর, সায়নীকে বিধানসভা ভোটের টিকিট দিতে পারে তৃণমূল।

বরাবরই তৃণমূল-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজ চক্রবর্তী । মমতার সঙ্গে বিভিন্ন মিছিলে হেঁটেছেন। দিনকয়েক আগে সরকারিভাবে তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে টিকিট দিতে পারে ঘাসফুল শিবির।

গতবার বাঁকুড়ার বড়জোড়া থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন সোহম চক্রবর্তী । বাম প্রার্থীর কাছে ৬১৬ ভোট পরাজিত হয়েছিলেন। এবার যেভাবে দলের হয়ে প্রচার করছেন, তাতে সোহমও টিকিট পেতে পারেন বলে খবর।

আরও পড়ুন: ‘খানদানি রাজনীতি ‘! আব্বাসকে ‘টাইট’ দিতে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্বহার’ !

দিনকয়েক আগে মমতার হাত থেকেই তৃণমূলের পতাকা নিয়েছেন কাঞ্চন মল্লিক । তারপরই ‘খেলা হবে’ স্লোগান তুলেছিলেন। তাঁকে খেলোয়াড় হিসেবে ভোটের লড়াইয়ে নামাতে পারে তৃণমূল।

রাজের মতো দীর্ঘদিনই মমতা-বৃত্তের চারপাশে আছেন জুন মালিয়া । সরকারিভাবে তৃণমূলেে যোগ দেওয়ার পর তাঁকেও টিকিট দেওয়া হতে পারে বলে জল্পনা চলছে।

সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন টেলি দুনিয়ার ‘বাহা’ রণিতা দাস। পরিচিত মুখ হিসেবে তিনি টিকিট পেতে পারেন বলে জল্পনা চলছে।

তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হিসেবে মানালি দে’র ও নাম উঠে আসছে।

এছাড়াও গত বুধবার তৃণমূলে যোগ দিয়েছেন মনোজ তিওয়ারি। তাঁকে হাওড়ার কোনও আসন থেকে তৃণমূল দাঁড় করানো হতে পারে বলে জল্পনা চলছে।

পাশাপাশি শোনা যাচ্ছে সমাজ কর্মী অনন্যা চক্রবর্তীর নামও। অন্য দিকে যুব তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন অল্প বয়সী নেতার নামও রয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। তৃণমূলের একটি সূত্রের দাবি, মার্চের শুরুতেই প্রকাশ হতে পারে তৃণমূলের প্রার্থী তালিকা। একাংশ আবার বলছে, বামেদের ব্রিগেডের পরই রবিবার সন্ধ্যায় প্রকাশিত হতে পারে এই তালিকা।

আরও পড়ুন: দিল্লি পৌঁছল রাজ্য বিজেপির তৈরি ১৩০ আসনের প্রার্থী তালিকা, একই কেন্দ্রের জন্য একাধিক নাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest