রাজ্য থেকে এবারের মত বিদায় নিতে চলেছে শীত, সপ্তাহ শেষে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

আগামী কয়েকদিন রাতের দিকে শীতের আমেজ জারি থাকবে কলকাতায়।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি থেকেই পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে চলেছে শীত। দিনের বেলা শীতের পোশাকের প্রয়োজন আর পড়বে না। তবে রাতের দিকে জারি থাকবে শীতের আমেজ। বরং তাপমাত্রা বাড়তে পারে চার-পাঁচ ডিগ্রি। আকাশ মেঘলার সম্ভাবনা থাকলেও বৃষ্টি হবে না। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.‌৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।

তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে শীতের আমেজ কিছুটা থাকলেও বুধবার সকালের পর থেকে ভালোমতো গরম হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশায় ঢাকতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির কয়েকটি অংশ।

আরও পড়ুন: ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হকের নামে ডাকটিকিট

উল্লেখ্য, চলতি মরশুমে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা দেরিতে বঙ্গে প্রবেশ করেছে শীত। ডিসেম্বর মাসের শুরুতেও জাঁকিয়ে শীত উপভোগ করতে পারেননি বঙ্গবাসী। পৌষ সংক্রান্তি পেরতে না পেরতেই বেড়েছে তাপমাত্রার পারদ। তবে ফেব্রুয়ারি মাসের শুরুতে শীত দাপট দেখিয়েছে বঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন রাতের দিকে শীতের আমেজ জারি থাকবে কলকাতায়। পূবালি হাওয়ার দাপট বাড়বে। দিনের বেলায় গরম লাগবে বলেই শীতের পোশাক আর লাগবে না। বৃহস্পতিবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করবে। তার জেরে চার থেকে পাঁচ ডিগ্রিও বাড়তে পারে তাপমাত্রার পারদ। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। বৃষ্টি হয়নি।

আগামী কয়েকদিনে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ, মুজাফফরবাদ এবং উত্তরাখণ্ডের কিছুটা অংশে। বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশায় ঢাকতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি এবং উত্তরাখণ্ডের কিছু অংশ। উল্লেখ্য, চলতি মরশুমে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা দেরিতে বঙ্গে প্রবেশ করেছে শীত। ডিসেম্বরের শুরুতেও জাঁকিয়ে শীত উপভোগ করতে পারেননি শীতপ্রেমীরা। এদিকে পৌষ সংক্রান্তি পেরতে না পেরতেই বেড়েছে তাপমাত্রার পারদ। তবে ফেব্রুয়ারির শুরুতে শীত দাপট দেখিয়েছে বঙ্গে।

আরও পড়ুন: কেবল ‘তারিখ পে তারিখ’ নয়, সিএএ নিয়ে শাহের মুখ থেকে স্পষ্ট বার্তা শুনতে চায় ঠাকুরনগর

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest