বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ আলুওয়ালিয়া নিখোঁজ, থানায় মিসিং ডায়েরি তৃণমূলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কোথায়?‌ তিনি কী নিখোঁজ?‌ এই প্রশ্নে এখন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। কারণ তেমনই অভিযোগ রাজ্যের শাসকদল তৃণমূলের। এমনকী দুর্গাপুরের কোকওভেন থানায় বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নামে নিখোঁজের অভিযোগে একটি মিসিং ডায়েরি করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আর তা নিয়েই শোরগোল।

আসলে বিষয় হল, বেশ কিছুদিন ধরেই এলাকায় দেখা নেই বিজেপি সাংসদের। পরিস্থিতি দেখে ওই লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের মমতাজ সংঘমিত্রা চৌধুরী দলের কর্মীদের পরামর্শ দিয়েছিলেন, তাঁরা যেন থানায় গিয়ে সাংসদ ‘নিখোঁজের’ বিষয়ে মিসিং ডায়েরি করেন। সেই কাজটিই এদিন সারলেন তৃণমূল কর্মীরা।

আরও পড়ুন: করোনা আক্রান্ত দিলীপ ঘোষ, প্রবল জ্বর নিয়ে ভর্তি সল্টলেক আমরি হাসপাতালে

তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গোটা এলাকায় একের পর এক কারখানা ধুঁকছে, নয়ত নয়তো বন্ধ হয়ে যাচ্ছে। এলাকার মানুষ অসহায় হয়ে পড়ছে। অথচ কোনও খোঁজই নেই সাংসদের। এলাকায় শেষ কবে তাঁর দেখা মিলেছে, কেউ বলতে পারছেন না। আমরা তাই বাধ্য হয়ে পুলিশকে তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার কথা জানালাম। আমাদের অনুরোধ, সাংসদকে যেন খুঁজে দেওয়া হয়। ওনাকেই তো আমরা আমাদের সমস্যার কথা জানাব।’

যদিও সাংসদ ‘নিখোঁজের’ কারণে এদিন থানার বাইরে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। তারপর মিসিং ডাইরি জমা দেন। যদিও জেলা বিজেপি নেতৃত্বের পালটা অভিযোগ, মানুষের জন্যে কোনও কাজ করেননি বলেই লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ। বিজেপি সাংসদ অনেক কাজ করছেন। কিন্তু সেগুলো না দেখে অপপ্রচারে ব্যস্ত রাজ্যের শাসক দল।

আরও পড়ুন: মুর্শিদাবাদের সামসেরগঞ্জে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৫ পড়ুয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest