রাজনীতি নাকি IPL নিলাম ! শতাব্দী আসবেন বিজেপিতেই , দাবি সৌমিত্র খাঁর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অভিষেকের সঙ্গে বৈঠকের পর রণে ভঙ্গ দিলেও শতাব্দীর আশা ছাড়তে নারাজ বিজেপি। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘আপাতত অভিনয় করে দিদি ওকে আটকে দিলেও শতাব্দী বিজেপিতেই আসবেন।’

তৃণমূল কংগ্রেসে শতাব্দী রায়ের ‘ইউটার্নে’র কয়েক ঘণ্টার মধ্যেই বিস্ফোরক দাবি করলেন BJP সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার এই সময় ডিজিটালকে ফোন সৌমিত্র খাঁ জানান, ‘নিশ্চিত করে বলতি পারি, ৭-৮ জন তৃণমূল কংগ্রেসের সাংসদ BJP-তে যোগদানের জন্য তৈরি। ৪০ জনের বেশি নেতা BJP-তে যোগ দেবেন’।

আরও পড়ুন: কেন্দ্রের বহু গোপন তথ্য আগে থেকেই জেনে যান অর্ণব গোস্বামী! পুলওয়ামা হামলায় উচ্ছাস প্রকাশ, ৫০ পাতার হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে বিতর্ক

এদিন সৌমিত্র খাঁ বলেন, ‘আমাদের লিস্ট তৈরি আছে। এই ছিন্নমস্তা মন্দিরে দাঁড়িয়ে বলেছিলাম শুভেন্দু দা আসছেন। তখন তৃণমূল কংগ্রেস হেসেছিল। আজও বলছি, শতাব্দী রায় ২ নম্বরে আছেন। এক নম্বরে আছেন রাজীব ব্যানার্জি। তিন নম্বরে আছেন অপরূপা পোদ্দার। প্রসূন ব্যানার্জি আছেন ।

সাত থেকে আট জন সাংসদ চিন্তা ভাবনা করে নিয়েছেন। শুধু সময়ের অপেক্ষা। কালকে দিদি আবার অভিনয় করে শতাব্দী রায়কে আটকালেন। কিন্তু আজ না-হয় কাল উনি বিজেপিতেই আসবেন। কারণ উনি কিছু কাজ করতে চাইছেন।’

এদিন সৌমিত্র খাঁ বলেন, ‘আমাদের লিস্ট তৈরি আছে। এই ছিন্নমস্তা মন্দিরে দাঁড়িয়ে বলেছিলাম শুভেন্দু দা আসছেন। তখন তৃণমূল কংগ্রেস হেসেছিল। আজও বলছি, শতাব্দী রায় ২ নম্বরে আছেন। এক নম্বরে আছেন রাজীব ব্যানার্জি। তিন নম্বরে আছেন অপরূপা পোদ্দার। প্রসূন ব্যানার্জি আছেন । সাত থেকে আট জন সাংসদ চিন্তা ভাবনা করে নিয়েছেন। শুধু সময়ের অপেক্ষা। কালকে দিদি আবার অভিনয় করে শতাব্দী রায়কে আটকালেন। কিন্তু আজ না-হয় কাল উনি বিজেপিতেই আসবেন। কারণ উনি কিছু কাজ করতে চাইছেন।’

আরও পড়ুন: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য মোটা অঙ্কের চাঁদা দিলেন রাষ্ট্রপতি কোবিন্দ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest