‘পরাক্রম দিবস’ বনাম ‘দেশনায়ক দিবস’, ‘দ্বন্দ্ব’জিইয়ে রেখেই নেতাজিকে শ্রদ্ধা মোদী-মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এক জনের টুইটে ‘দেশনায়ক দিবস’ পালনের কথা। অন্য জনের টুইট ‘পরাক্রম দিবস’ নিয়ে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী শনিবার সকালে যে টুইট করলেন, তা থেকে আরও একবার স্পষ্ট নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ঘিরে দুই রাজনীতিবিদের অবস্থান। আজ শনিবার সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও একগুচ্ছ কর্মসূচি রয়েছে। মোদী-মমতা সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে।

তার আগে সকালে টুইট করে মমতা লেখেন, ‘দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাই। উনি ছিলেন প্রকৃত নেতা। মানুষের ঐক্যে বিশ্বাসী ছিলেন। আমরা আজকের দিনটা ‘দেশনায়ক দিবস’ হিসাবে পালন করছি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বর্ষব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে’। অন্য দিকে, শনিবার সকালেই মোদীর টুইট, ‘মহান মুক্তিযোদ্ধা ও ভারতমাতার সত্যিকারের পুত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শত প্রণাম। দেশের স্বাধীনতার জন্য তাঁর ত্যাগ এবং আত্মনিবেদন সব সময় স্মরণ করা হবে’। এর পর হ্যাশট্যাগ করে লেখেন ‘পরাক্রম দিবস।’

আরও পড়ুন: বাংলার মসনদ যাবে কার হাতে? কি বলছে সমীক্ষার ফলাফল? জেনে নিন ঝটপট…

নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্য সরকার কী কী পরিকল্পনা করেছে, তাও তুলে ধরেন মমতা। তিনি জানান, ‘দেশনায়ক দিবস’ হিসেবে পালন করা হচ্ছে নেতাজির জন্মজয়ন্তী। আগামী বছর ২৩ জানুয়ারি পর্যন্ত নেতাজির জন্মজয়ন্তী পালনের জন্য একটি কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। আজান্দ হিন্দ ফৌজের নামে রাজারহাটে একটি মনুমেন্ট তৈরি করা হবে। সম্পূর্ণ রাজ্যের টাকায় নেতাজির নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে। বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সেই বিশ্ববিদ্যালয়ের চুক্তি হবে। সেইসঙ্গে শনিবার শ্যামবাজার থেকে রেড রোডে নেতাজির মূর্তির পাদদেশ পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। বেলা ১২ টা ১৫ মিনিটে সাইরেন বেজে উঠবে। সেই সময় সারা রাজ্যের সমস্ত বাড়িতে শাঁখ বাজানোর আর্জিও জানিয়েছেন।

সেই সঙ্গে মমতা আরও একবার ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন। টুইটে লেখেন, ‘২৩ জানুয়ারির দিনটিকে জাতীয় ছুটি ঘোষণা করুক কেন্দ্র’। এর পর তিনি হ্যাশট্যাগ করে লেখেন ‘দেশনায়ক দিবস।’

আরও পড়ুন: দলবিরোধী কাজের অভিযোগে বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করল তৃণমূল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest