বর্ধমানে বোমা ফেটে শিশুর মৃত্যু, জেলা প্রশাসনের রিপোর্ট তলব করল কমিশন

এই ঘটনাকে 'নিষ্ঠুর' আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসনের রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি ঘটনার নেপথ্যে জড়িত যারা, তাদের অবিলম্বে শাস্তিরও দাবি জানিয়েছে কমিশন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বল ভেবে খেলতে গিয়ে বোমায় আহত হয়ে মৃত্যু হল ৭ বহরের শিশুর । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিস্ফোরণে মৃত্যু হয়েছে শিশুর। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দু’টি সুতোলির বল পড়ে ছিল। দুই শিশু বল ভেবেই কুড়িয়ে নিতে গিয়েছিল সেটি। আর তাতেই ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর। অপরজনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বিস্ফোরণের পর প্রায় ১২ ঘণ্টা কেটে গেলেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

আরও পড়ুন: বিজেপি একটা ডাকাত পার্টি, হার্মাদ আর গদ্দাররা জুটেছে, ধুয়ে দিলেন মমতা

এ বার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের (NCPCR) নজর জেলা প্রশাসনের দিকে। সোমবার বিস্ফোরণকাণ্ড নিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসককে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের তরফে একটি চিঠি দেন ধর্মেন্দ্র বন্ধন। এই ঘটনাকে ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসনের রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি ঘটনার নেপথ্যে জড়িত যারা, তাদের অবিলম্বে শাস্তিরও দাবি জানিয়েছে কমিশন।

চিঠি দিয়ে শিশু সুরক্ষা কমিশন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনা সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট কমিশনে জমা দিতে হবে। পাশাপাশি জমা দিতে হবে থানায় অভিযোগের নথি ও অন্যান্য জরুরি কাগজপত্র। বিস্ফোরণে যে শিশু আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি, তার চিকিৎসাও নিশ্চিত করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। কেন এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা গেল না, তা নিয়েও প্রশ্ন তুলেছে শিশু সুরক্ষা কমিশন।

আরও পড়ুন: কংগ্রেসের ইস্তেহারে প্রতি পরিবারকে মাসে ৫,৭০০ টাকা করে দেওয়ার প্রস্তাব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest