কালিয়াচক ২ নং ব্লকের বাঙ্গিটোলা অঞ্চলের সাদিপুর গ্রামে দীর্ঘ দিনের দাবি পূরণ করে ৫০০ মিটার ১৬ লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তা শুভ উদ্ধোধন করলেন কালিয়াচক ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রাহমান বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মদক্ষ আলমগীর চিস্তী, বন ও ভূমি সংস্কার কর্মদক্ষ আমিনুর আলম, মৎস্য কর্মদক্ষ মিরা বিবি সহ অঞ্চলের প্রধান ও স্থানীয়রা।
আরও পড়ুন: ধেয়ে আসছে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে ভাসতে পারে বাংলা, জারি কমলা সতর্কতা
স্থানীয় এলাকার মৎস্য কর্মদক্ষ মিরা বিবি বলেন, ওই এলাকার মানুষের দীর্ঘ দিন ধরে রাস্তার কাজের দাবী পূরণ করতে আজকে আমরা মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রাহমান বিশ্বাস এর উদ্যোগে এই রাস্তা শুভ উদ্ধোধন করতে পারলাম।
টিঙ্কুর রাহমান বিশ্বাস জানান, আমাদের ব্লকের বাঙ্গিটোলা অঞ্চলের সাদিপুর কবিরাজ টোলা এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় কালিয়াচক ২ নং ব্লকের তরফ থেকে এই রাস্তা শুক্রবার শুভ উদ্ধোধন করলাম। মানুষের বহুদিনের স্বপ্ন ছিল তা আমরা পূরণ করতে পারছি তাই আজ আমরা ও এলাকাবাসী খুব আনন্দিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রচেষ্টায় মানুষের দ্বারে দ্বারে আমরা উন্নয়ন পৌঁছে দিচ্ছি।
আরও পড়ুন: শুভেন্দু কী বিজেপিতে? গুজব ওড়ালেন ঘনিষ্টরা