Site icon The News Nest

বর্ধমান স্টেশনের নাম পরিবর্তনের কোনও ভাবনা এখনই নেই, জানাল রেলমন্ত্রক

Burdwan Junction

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: বর্ধমান স্টেশনের নাম পরিবর্তনের কোনও পরিকল্পনা এই মুহূর্তে নেই। একথা স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় রেল। পূর্ব রেলের অধীনে থাকা বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন নিয়ে দীর্ঘ সমালোচনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। শোনা যাচ্ছিল বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামেই রাখা হবে স্টেশনের নাম। যা নিয়ে জোর বিতর্ক তৈরি হয় বিভিন্ন মহলে।

এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরব হন। নবান্নে মমতা বলেন, কোনও স্টেশনের নাম পরিবর্তন করতে গেলে রাজ্য সরকারের মতামত নিতে হয়। নাম পরিবর্তনের ছাড়পত্র দেয় রাজ্যই। এটা (বর্ধমান স্টেশনের নাম বদল) বিজেপির প্রস্তাব। গণতন্ত্রে সরকার চলে সংবিধান মেনে। কোনও রাজনৈতিক দলের ইচ্ছায় নয়।

সম্প্রতি বিপ্লবী বটুকেশ্বর দত্তের মৃত্যুদিনে পাটনার বাড়িতে তাঁকে সম্মান জানাতে এসে এমনই ইঙ্গিত মেলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিহারের বিজেপি নেতা নিত্যানন্দ রাই-এর কথায়।  তিনি জানিয়েছিলেন, পাল্টে যাবে বর্ধমান স্টেশনের নাম। বর্ধমানেই জন্ম বটুকেশ্বর দত্তের। কাজেই বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হবে স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের নামে।

মঙ্গলবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বর্ধমান রেল স্টেশনের নাম পরিবর্তন হচ্ছে না। রেলমন্ত্রকের কাছে এ রকম কোনও প্রস্তাব নেই।

 

 

 

Exit mobile version