‘BJP গিয়ে কেউ বোকামি করবে না’ শুভেন্দুকে প্রসঙ্গে বার্তা দিলেন শিশির অধিকারী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দলের সঙ্গে ছেলের দূরত্ব তৈরি হয়েছে। সোশ্যাল সাইটের দেওয়ালে তেমনই বহু কথা লেখা থাকে। জেলায় কান পাতলেও তা শোনা যায়। কিন্তু সে কথা মানতে নারাজ বাবা। হ্যাঁ, ছেলে হল শুভেন্দু অধিকারী। আর বাবা শিশির অধিকারী।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সফর করতে আসছেন এই জেলায়। তার আগেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শিশিরবাবু বলেন, ‘‌আমাদের জেলায় এসে কিছু করতে পারবেন না। আগেও এসেছেন। তৃণমূলকে গালিগালাজ করে চলে গিয়েছেন। এই জেলায় বিজেপি‌র কোনও দাপট নেই। আর বিজেপি‌তে কেউ যাবেনও না।’‌

আরও পড়ুন : বুঝতে পারেননি নিজের ভাগ্য! নিজের বাড়িতেই আগুনে পুড়ে মৃত্যু জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর

পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি ও প্রবীণ সাংসদ শিশির অধিকারী। তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় উত্তাপ বেড়েছে জেলায়। তাঁর ছেলে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

শিশিরবাবু বলেন, ‘‌এই ১৬টি আসনের মধ্যে ২–১টি আসন একটু কমজোর। সে আমরা মেক আপ দিয়ে দেব।’‌ শিশিরবাবু যা বলেছেন তা যদি সত্যি হয় তাহলে শুভেন্দু জল্পনা অমূলক। কিন্তু তা যদি না ঘটে তাহলে আবার জেলায় ভাঙন অবশ্যম্ভাবী।

শুভেন্দু অধিকারী সম্পর্কে শিশিরবাবুর বক্তব্য, ‘‌কেউ কেউ ওকে উসকে দিচ্ছে। এখনও পর্যন্ত শুভেন্দু ঠিকঠাকই আছে। বিজেপিতে গিয়ে কেউ বোকামি করবে না।’‌

সাংসদ সৌগত রায় বলেন, ‘‌দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়, সৌমিত্র খাঁয়ের মধ্যে মতান্তর শুরু হয়েছে। ওঁদের ঝগড়া মেটাতেই অমিত শাহ বিজেপি‌র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পরিবর্তে বাংলায় আসছেন। দিলীপ ঘোষ বলেছেন বাংলায় ওঁরা শিল্প সম্মেলন করবেন। আগে দেখুন ওঁদের মধ্যে কে থাকেন। কে বাদ চলে যান।’‌

আরও পড়ুন : রাজ্যের সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর, আজ থেকে আরও বাড়ছে মদের দাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest