Site icon The News Nest

ত্রাণ দিয়ে ছবি তোলায় বিশ্বাসী নই, ছোট লাগে নিজেকে, ট্রোলারদের জবাব দিয়ে ‘রিয়েল হিরো’ দেব

Dev

ওয়েব ডেস্ক: চিরাচরিত রাজনীতিবিদদের থেকে বরাবরই একটু আলাদা তিনি। রাজনৈতিক চাপানউতোর-তরজার থেকে দূরে রেখেছেন। এবারও সেই ধারা বজায় রাখলেন ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ দেব।

এই সময় আপনার ঘাটালে না আসা নিয়ে তো বিভিন্ন শিবির কটাক্ষ করছে? দেবের জবাব, ‘‘আমি ছবি তুলে পোস্ট করার লোক নই। আমি জেলাশাসকের সঙ্গে যোগাযোগ রেখেছি। দলের জেলা সভাপতির সঙ্গে যোগাযোগ রেখেছি। আমি দিদির (মুখ্যমন্ত্রী) সঙ্গেও কথা বলেছি। যতটা সম্ভব ত্রাণ পৌঁছে দিয়েছি। মাঝে আসার চেষ্টাও করেছিলাম। তখন জেলাশাসক বলেছিলেন, আপনি এলে সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না। প্রচুর ভিড় হবে।’’ সঙ্গে জুড়ছেন, ‘‘আজ ভিডিয়ো কনফারেন্স ছিল বলেই এলাম। আমি অজিতদাকে বলে রেখেছিলাম, আমি আসব।’’ তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতিরও দাবি, ‘‘দেব বহুবার আসতে চেয়েছে। আমি এবং জেলাশাসক ওকে বহুবার মানা করেছি। ও কোথাও গেলেই পাঁচ হাজার লোক জুটে যাবে। তখন সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না।’’

আরও পড়ুন: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান, বঙ্গে আছড়ে পড়ার আশঙ্কা ৭০ শতাংশ

করোনাভাইরাস পরিস্থিতির পর্যালোচনায় শনিবার মেদিনীপুরে আসেন দেব। জেলা পরিষদের সঙ্গে পঞ্চায়েত সমিতির ভিডিয়ো কনফারেন্সে যোগ দেন তিনি । কনফারেন্সে ছিলেন জেলা সভাধিপতি উত্তরা সিংহ, তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, মানস ভুঁইয়া-সহ অন্যান্য নেতারা। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে পরিযায়ী শ্রমিক, স্বাস্থ্য পরিকাঠামো-সহ একাধিক বিষয়ে কথা বলেন তৃণমূলের তারকা সাংসদ । করোনা পরিস্থিতির সময় নিজের লোকসভায় না আসায় বিরোধীদের কটাক্ষের প্রসঙ্গও ওঠে।

কোনও একক দল নয়, সব দলকে একসঙ্গে কাজ করতে হবে। সকলে মিলে মানুষের পাশে থাকতে হবে। করোনা পরিস্থিতিতে এমনটাই চান তৃণমূলের তারকা সাংসদ দেব। তাঁর কথায়, ‘‘যেটা ভুল হয়েছে ভুলে যান। নতুন করে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমি একা নই (একা তৃণমূল নয়), আমাদের সব দলকে, সেটা বিজেপি হতে পারে, সিপিএম, কংগ্রেসও হতে পারে, সকলকে একসঙ্গে কাজ করতে হবে। এই সময়টা রাজনীতি করার নয়। এটা ভোটের সময় নয়, এটা মানুষের পাশে থাকার সময়।’’

স্বাস্থ্য পরিকাঠামোর দিকে আরও গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন দেব। তাঁর কথায়, ‘‘একজন সাংসদ হিসেবে আমার ইচ্ছে, এখন সাংসদ তহবিলের সব টাকা স্বাস্থ্য খাতে খরচ করা উচিত। আমরা সবাই জানি, এই করোনা এখন থাকবে। তাই স্বাস্থ্যের পরিকাঠামো আরও ঠিক করতে হবে। হাসপাতালে যেন আইসিইউ শয্যা থাকে, কিট থাকে। এখন মে মাস। জুলাই, অগস্টেও এই কথাটাই বলব।’’

আরও পড়ুন: মা উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনা, ঘুড়ির চিনা মাঞ্জা সুতো ফের প্রাণ কাড়ল লকডাউনের শহরে

Exit mobile version