ভ্রমনপিপাসু বাঙালির জন্যে সু -খবর! ৮ জুন থেকে খুলতে চলেছে বাংলার পাঁচটি পর্যটন কেন্দ্র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প। ৮ জুন খুলতে চলেছে রাজ্যের পাঁচটি পর্যটন কেন্দ্র। শুরু হতে চলেছে অনলাইন বুকিং। বুধবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।

লকডাউন লাগু হওয়ার পর থেকেই বন্ধ হয়ে গিয়েছে রাজ্যের পর্যটন ব্যবসা। দার্জিলিঙ, ডুয়ার্স থেকে দীঘা সবর্ত্রই বন্ধ সরকারি ট্যুরিস্ট লজ, হোটেল, হোম স্টে। ফলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে পর্যটন ব্যবসার সাথে যুক্তদের। তবে পর্যটন মন্ত্রীর এদিনের ঘোষণার পর কিছুটা স্বস্তিতে পর্যটন ব্যবসায়ী সহ লকডাউনে দুইমাসেরও বেশি সময় ধরে ঘরবন্দী ভ্রমণপিয়াসী বাঙালী।

আরও পড়ুন: বড় বিপদ বাইরে! ফেস মাস্ক আর ফেস শিল্ড – দুটোর মধ্যে কোনটা বেশি কাজের?

বুধবার মন্ত্রী গৌতম দেব বলেন, দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর পর্যটন কেন্দ্রগুলি ধীরে ধীরে খোলার সিদ্ধান্ত হয়েছে। রাজ্য সরকার এই বিষয়ে অনুমতি দিয়েছেন। আগামী ৮ জুন থেকে রাজ্যের পাঁচটি ট্যুরিস্ট লজ খুলে দেওয়া হবে৷ শুরু হবে অনলাইন বুকিংও। মন্ত্রী জানান, তিলাবাড়ি ট্যুরিস্ট লজ, ডায়মন্ড হারবার, মাইথন, বিষ্ণুপুর, রাঙাবিতান ট্যুরিস্ট লজগুলির অনলাইন বুকিং নেওয়া শুরু হবে ৮ জুন থেকে।

মন্ত্রী গৌতম দেব আরও জানান , পর্যটকরা চাইলেই আসতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে কোভিড সুরক্ষাবিধি মেনে চলতে হবে অর্থাৎ মাস্ক বা ফেস কভারে দিয়ে মুখ ঢাকতে হবে। হ্যাণ্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করতে হবে। সেইসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘোরাঘুরি করতে হবে।

আরও পড়ুন: কোয়ারেন্টাইন কারে কয়, সেকী কেবলই যাতনাময় ?

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest