সাত সকালে কলকাতায় জোড়া পথ দুর্ঘটনা! মাথা থেঁতলে মৃত্যু ৩ জনের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হিঁচড়াতে হিঁচড়াতে বাস টেনে নিয়ে গেল বাইক। দুই আরোহীর মধ্যে একজনের মাথা থেঁতলে গেল, অন্যজনের শরীর ক্ষতবিক্ষত।সাতসকালেই ভয়ঙ্কর ঘটনা মৌলালিতে। ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মৃতদের নাম মণীশ ঝা ও রোহন ঝা।

অন্য দিকে, বুধবার সকালে উল্টোডাঙায় মুচিবাজারের কাছে রাস্তা পার হওয়ার সময় এক মহিলাকে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। ২১১ নম্বর রুটের ওই বাসটি উল্টোডাঙা থেকে খান্নার দিকে যাচ্ছিল। বাসের ধাক্কায় গুরুতর আঘাত পান ওই মহিলা। দুর্ঘটনার পর স্থানীয়রা মিলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান ওই মহিলাকে। সেখানেই তাঁর মৃত্যু হয়। এর ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: বাড়াতে হবে ভাড়া, রাজ্য জুড়ে অনশনে বসার সিদ্ধান্ত বেসরকারি বাস মালিকদের

অন্য দিকে, এ দিনই মৌলালির কাছে মোটরসাইকেলে চেপে যাওয়ার সময় দুর্ঘটাগ্রস্ত হন দুই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৪০ নম্বর রুটের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। তাতে আরোহী সমেত মোটরসাইকেলটি বাসের নীচে চলে যায়। সেই অবস্থায় বেশ কিছুটা রাস্তা তাঁদের টেনে হিঁচড়ে নিয়ে যায় বাসটি। স্থানীয়দের চেষ্টায় ওই দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। ততক্ষণে মৃত্যু হয় বাইকের দুই আরোহীর। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে এন্টালি থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃতরা বিগ বস্কেটের কর্মী বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২৪০ রুটের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। বাইকটি পাশ কাটাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: সংগ্রামের লিভার, কিডনি, হৃদযন্ত্র, চোখ কাজ শুরু করল অন্যের শরীরে, কিডনি ও ত্বক গেল এসএসকেএমে

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest