Site icon The News Nest

আকাশ ছোঁয়া পেট্রল-ডিজেল, এবার কেরোসিনে বাস চালাচ্ছেন মালিকরা!

kerosine

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price Hike) দাম বাড়ছে নিত্যদিন। রেহাই পেতে কেরোসিনে চলছে বাস! বেআইনি ভাবে কেরোসিন তেলে বাস চালানোর অভিযোগ। উত্তেজনা মালদার রতুয়ায়। বন্ধ উত্তর মালদার বেসরকারি বাস চলাচল।

বেশ কিছুদিন ধরেই পরিবহন কর্মীদের মধ্যে একটা গুঞ্জন তৈরি হয়েছিল। কথাটা কানে যায় নিত্যযাত্রী- স্থানীয়দেরও। পয়সা বাঁচাতে কেরোসিন তেলে বাস চালাচ্ছে মালিকরা। অথচ ভাড়া নেওয়া হচ্ছে বেশি। এই নিয়ে যাত্রীদের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়।

শুক্রবার একটি বাসকে এইরকমভাবে হাতেনাতে ধরে ফেলেন যাত্রীরা। বাস আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে সমস্ত বেসরকারি বাস চলাচল তাঁরা এলাকায় বন্ধ করে দেন। মূলত উত্তর মালদায় বেসরকারি বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা। কেরোসিন তেলে বাস চালানোর জন্যে ক্ষুব্ধ বাস পরিবহনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও।

এক পরিবহন কর্মী বলেন, “গাড়ি চালানো বন্ধ রেখেছেন মালিকরা। ১৫-২০টা বাস বিনা টাইমে চলছে। এদিকে কিছু বাস কেরোসিন তেলে চালানোরও অভিযোগ রয়েছে। সব মিলিয়ে সমস্যা। মালদা-রতুয়া বাস চলাচল বন্ধ রয়েছে। ”

এই নিয়ে শুরু হয়েছে রাজনীতিও। তৃণমূলের বক্তব্য, “সাধারণ মানুষ কীভাবে চলবে, তাতে কেন্দ্রের কোনও মাথা ব্যথা নেই। দিনের পর দিন যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তাতে মানুষ না খেতে পেয়ে মরবে। আগামী ২০২৪ এর নির্বাচনেই এর প্রতিফলন দেখতে পাবে ওরা।”

বিজেপির বক্তব্য, “পেট্রোল, ডিজেলের দাম বেড়েছে, এটা চিন্তার বিষয়। তবে কেন্দ্র এটাকে জিএসটির আওতায় আনতে চাইছে। তাহলে পেট্রোল ডিজেলের দাম অনেকাংশে কমে যাবে। তবে বাংলার সরকার জিএসটি কাউন্সিলে দাবি করুক, পেট্রোল ডিজেলকে জিএসটির আওতায় আনা হোক।”

Exit mobile version