Site icon The News Nest

করোনা সঙ্কটের সময়ও রাজনীতি করছে কেন্দ্র, মোদিকে বার্তা মমতার

নয়াদিল্লি: দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, করোনা মোকাবিলায় বিভিন্ন রাজ্যের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে কেন্দ্র।

করোনাভাইরাস মোকাবিলায় নিজেদের সেরাটা করছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের এই নিয়ে রাজনীতি করা বন্ধ করা উচিত। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে এমনটাই বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, ‘সমস্ত সংবাদমাধ্যেমে রাজ্য সরকারের বিরোধিতা করে খবর প্রকাশিত হচ্ছে। এতে আমি অত্যন্ত ক্ষুব্ধ।’

এদিন মমতা বলেন, ‘ভাইরাস মোকাবিলায় আমরা আমাদের সেরাটা করছি। সঙ্কটের এই সময় কেন্দ্রীয় সরকারের রাজনীতি করা উচিত নয়। আমাদের চারিদিকে আন্তর্জাতিক সীমান্ত। ফলে আমাদের বিপদ অনেক বেশি।’ রাজ্য কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে চলছে। তার পরেও কেন আমাদের নিশানা করা হচ্ছে! সবসময়ে কেন বাংলার দিকেই আঙুল উঠছে। এত সমালোচনা কেন!


করোনা মোকাবিলায় রাজ্যে কীভাবে এগোচ্ছে তা দেখার জন্য ৪টি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পাঠিয়েছিল কেন্দ্র। তার পর ফের দুটি দল এসেছে। তারা রাজ্যের কনটেইনমেন্ট এলাকায় যাবে। এনিয়ে প্রথমদিকে সমস্যা হলেও পরে তা ঠিক হয়ে যায়। সেই ক্ষোভেরই বহিপ্রকাশ দেখা গেল মুখ্যমন্ত্রীর বক্তব্যে।এদিন প্রধানমন্ত্রীকে মমতা বলেন, ‘কেন্দ্রকে আমার অনুরোধ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান করুন।’

Exit mobile version