Site icon The News Nest

হচ্ছে না এবছরের পৌষ মেলা, জানিয়ে দিল বিশ্বভারতী

poush mela shantiniketan birbhum visva bharati santiniketan bolpur west bengal

কোভিড পরিস্থিতিতে পৌষমেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার বন্ধ হল পৌষ মেলা।

সোমবার ছিল বিশ্বভারতীর কোর্ট বৈঠক। কোর্টের মোট সদস্য ৯০ জন। বৈঠকে উপস্থিত ছিলেন ৭০ জন। বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, কোর্ট সদস্যদের বেশিরভাগই পৌষ মেলা এবছর বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন। কোভিড পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিশ্বভারতী।

আরও পড়ুন : একই পরিবারের ৫টি ক্ষতবিক্ষত দেহ! হাড়হিম করা ঘটনা দঃ দিনাজপুরে

তবে ৭ পৌষ সকালে রীতি মেনে উপাসনা মন্দিরে হবে উপাসনা, বৈতালিক-সহ অন্যান্য রীতি। তাতে অংশগ্রহণ করবেন আশ্রমিকরা। যদিও বোলপুরের ব্যবসায়ী সমিতির বক্তব্য, মেলার মাঠে পাঁচিল দেওয়া নিয়ে যে ঘটনা ঘটেছিল তা নিয়ে তার জন্যই করোনার অজুহাত দেখিয়ে মেলা বন্ধ করা হয়েছে।

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতাতেই আগে পৌষ মেলা করতেন। পরে তা স্থানান্তরিত হয় শান্তিনিকেতনে। ১২৬ বছরের ইতিহাসে এর আগে মোট দু’বার বন্ধ থেকেছে পৌষমেলা।  এর আগে ১৯৪৩ সালে দুর্ভিক্ষের কারণে ও ১৯৪৬ সালে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য পৌষ মেলা বাতিল হয়েছিল। তবে ওই বছরগুলিতেও পৌষ উৎসব পালিত হয়েছিল নিয়ম মেনে। ২০২০ সালে এসে এবার করোনার জন্য পৌষমেলা বন্ধ থাকলেও পৌষ উৎসব হচ্ছে।

আরও পড়ুন : বুধবার থেকে কোন রুটে কতগুলি লোকাল ট্রেন? জানুন জরুরি তথ্য

Exit mobile version