পৌষমেলা হচ্ছেই, পাঁচিল ভাঙা বিতর্কের মধ্যেই ঘোষণা বিশ্বভারতীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এবছরও বিশ্বভারতীতে পৌষমেলা হবে নির্দিষ্ট সূচি ও নিয়ম মেনেই। আজ ভারচুয়াল বৈঠকে এমনই সিদ্ধান্ত নিল বিশ্বভারতী (Vishva Bharati) কর্তৃপক্ষ। তবে এ বছর মেলার আয়োজনে কেন্দ্রের সাহায্য চেয়েছে বিশ্ববিদ্যালয়।

এদিন ভার্চুয়াল বৈঠকে যোগ দেন বিশ্বভারতীয় সমস্ত আধিকারিক, অধ্যাপক ও কর্মীরা। বৈঠকে পৌরহিত্য করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই বৈঠকেই পৌষমেলা আয়োজনের সিদ্ধান্ত হয়। জানানো হয়েছে, নির্দিষ্ট নির্ঘণ্ট মেনে ৭ পৌষ শুরু হবে পৌষমেলা। পরিবেশ আদালতের নির্দেশ মেনে ঠিক ৪ দিন হবে পৌষমেলা। মেলা আয়োজনের জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য চেয়েছে তারা। পরে এক বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্তের কথা জানায় বিশ্বভারতী কর্তৃপক্ষ।

আরও পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সেপ্টেম্বরে নয়, সূচি ঠিক করে জানিয়ে দিন, পার্থকে ‘বার্তা’ মমতার

গত কয়েকদিন ধরেই চলতি বছর পৌষমেলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। একে করোনা পরিস্থিতি, তার ওপরে চলতি মাসে বিশ্বভারতীতে পাঁচিল ভাঙা নিয়ে তান্ডবের জেরে মেলার আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিশ্বভারতীর তরফে জানানো হয়েছে, মেলার আয়োজনের ওপর কোনও প্রভাব পড়বে না সাম্প্রতিক ঘটনাক্রমের। নিয়ে বিশ্বভারতীর মুখপাত্র অনির্বাণ সরকার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে গোটা বিষয়টি জানিয়েছেন। তাতে সাম্প্রতিক ঘটনা নিয়ে নিন্দাপ্রস্তাবও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দিদিই মুশকিল আসান! কিং খানের সিনেমার নামে তৃণমূলের নয়া প্রচার অভিযান ‘ম্যায় হুঁ না’

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest