‘বিজেপিতে আসছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়’, বললেন সৌমিত্র খাঁ, জবাব প্রাক্তন ফুটবলারের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এবার বিজেপিতে নাম লেখাতে চলেছেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)।বুধবার হাওড়া ময়দানে যোগদান মেলায় ফের বোমা ফাটালেন সৌমিতার খাঁ। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজ্য চালাবেন দিলীপ ঘোষ। সম্প্রতি সৌমিত্র খাঁর এমন মন্তব্যে আগেই শোরগোল পড়েছে বঙ্গে।

লক্ষ্মীরতন শুক্লার পর কি তবে সত্যিই দায়িত্ব থেকে অব্যাহতি চাইবেন অর্জুন সম্মানে ভূষিত কিংবদন্তি ফুটবলারও? যদিও সৌমিত্র খাঁয়ের এহেন দাবি একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, হাওড়াবাসী তাঁকে ভালবেসে তিনবার জিতিয়েছেন। সেই সব সাধারণ মানুষের প্রতি তাঁর একটা দায়িত্ব রয়েছে।

আরও পড়ুন: কি বলছে হাওয়া! বাংলার তখতে কী দিদিই, না কি শাহ-মোদীর প্রতিনিধি?

সৌমিত্র খাঁকে মিথ্যাবাদী বলেও কটাক্ষ করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। বলেন, “এমন মিথ্যে কথা বলে কেউ? লজ্জা হচ্ছে আমার। অত্যন্ত দুঃখিত আমি। আমাকে নিয়ে মশকরা না করাই উচিত। প্রয়োজনে হাওড়ার জন্য জীবন দেব।”

এদিকে বুধবার হাওড়া ময়দানে বিজেপির যোগদান মেলা কর্মসূচিতে তৃণমূল নেতা শ্রীকান্ত ঘোষের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। শ্রীকান্ত ঘোষের সঙ্গে প্রায় শ’খানেক তৃণমূল কর্মী এদিন বিজেপিতে যোগদান করেন।

বিজেপি ধরেই নিয়েছে তৃণমূল কর্মী ছাড়া তাদের গতি নেই। তৃণমূল ফেরত নেতা থেকে তৃণমুল ফেরত কর্মী,সকলেই এখন বিজেপিকে ভরসা দিচ্ছে। স্বভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিজেপির কি কোনও সংগঠনই নেই। সবটাই টিএমসির ভরসায় থেকে কি সাফল্য আসবে? অবশ্য সবটা বলবে সময়। যদি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল ফেরতদের হাতেই ক্ষমতা আসে, তাহলে তৃণমূল সরকারেই বা বঙ্গবাসীর অসুবিধা কোথায়, তা অবশ্য বহু জনের কাছে স্পষ্ট হয়নি।

আরও পড়ুন: নজিরবিহীন! কাল দ্বিতীয় বার ইমপিচমেন্টের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প, তারমধ্যেই পদত্যাগ জল্পনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest