হরভজনের পর পাগড়ি বিতর্কে ব্যবস্থা নিতে মমতাকে আর্জি মুখ্যমন্ত্রী আমরিন্দরের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিজেপির নবান্ন অভিযানে শিখ সম্প্রদায়ের এক জনের পাগড়ি খোলা নিয়ে বিতর্কে এ বার ময়দানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। ওই কাণ্ডে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

একই সুর শোনা গিয়েছে শিরোমণি অকালি দল (এসএডি)-এর প্রধান সুখবীর সিংহ বাদলের গলাতেও। বিতর্কে ইতি টানতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার তত্ত্ব অবশ্য জোরাল ভাবেই খারিজ করে দিয়েছে রাজ্য পুলিশ। পুলিশ কর্তাদের একাংশের মতে, ওই ঘটনা নিয়ে অনর্থক জলঘোলা করা হচ্ছে।

আরও পড়ুন :প্রকাশ্য মঞ্চে পাশে বসে কৃষিমন্ত্রীকে ‘অপদার্থ’ বললেন কেষ্ট, ‘গায়ে মাখলেন’ না মন্ত্রী

বৃহস্পতিবার নবান্ন অভিযানের সময় জিটি রোডে বলবিন্দর সিং নামে ওই যুবককে গ্রেফতার করেছিল পুলিস। তাঁর কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল সেটির লাইসেন্স জম্মুর রাজরৌর। ওই লাইসেন্স বাংলায় বৈধ নয়। পিস্তল নিয়ে শান্তিপূর্ণ মিছিলে সামিল হতে গেলে স্থানীয় থানার অনুমতি প্রয়োজন। তা ছিল না বলবিন্দরের কাছে। পুলিসের তরফে এমনই জানানো হয়েছিল।

এর পরই বিজেপি নেতা ইমপ্রীত সিং বক্সি টুইট করে অভিযোগ করেন, পুলিস বলবিন্দর সিংয়ের পাগড়ি টেনে খুলে দিয়েছিল। শিখ সম্প্রদায়ের মানুষের কাছে পাগড়ি সম্মানের প্রতীক। আর সেই পাগড়ি টেনে খোলা হয়েছে বলে অভিযোগ ছিল।

বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলার অভিযোগে ধুনো দিয়েছিল ক্রিকেটার হরভজন সিংয়ের টুইট। তিনি আবার মুথ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে টুইট করে ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখার আবেদন করেছিলেন। আর তার পর থেকেই এই ইস্যুতে রাজনীতির উঠোনে পারদ চড়তে থাকে।

এদিন টুইট করে পুলিসের তরফে জানানো হয়, কোনওভাবেই বলবিন্দর সিং পাগড়ি ইচ্ছাকৃতভাবে টেনে খোলা হয়নি। পুলিসের তরফে লেখা হয়েছে, ”আমাদের অফিসার পাগড়ি টেনে খোলার কোনও চেষ্টা করেননি। ধস্তাধস্তির সময় বলবিন্দর সিংয়ের মাথা থেকে পাগড়ি নিজে থেকেই খুলে যায়। কোনো সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।”

ঞ্জাবের মুখ্যমন্ত্রীর তরফে তাঁর সংবাদমাধ্যম উপদেষ্টা রবীন ঠাকরাল টুইটারে লিখেছেন, ‘এটা ঠিক হয়নি। পশ্চিমবঙ্গের পুলিশ এক শিখ যুবককে কী ভাবে হেনস্থা করছে, গ্রেফতারের সময় পাগড়ি খুলে দিচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। ধর্মীয় ভাবাবেগে আঘাত করায় সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।’

আরও পড়ুন : ‘হাই কম্যান্ড চাইছে, বামেদের সঙ্গে জোট হবেই’, বিক্ষুব্ধদের সাফ জনালানে অধীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest