ক্রমশ বাড়ছিল ‘দূরত্ব’। গত শনিবার ফেসবুক লাইভের পর স্পষ্ট হয়ে গিয়েছিল, ‘ফাটল’ কার্যত মেরামতির বাইরে চলে গিয়েছে। ফলে রাজীবের তৃণমূল কংগ্রেস ত্যাগের দিনক্ষণ নিয়ে জল্পনা চলছিল। তবে আপাতত তৃণমূল ছাড়লেন না রাজীব বন্দ্যোপাধ্যায়। শুধু মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন ডোমজুড়ের বিধায়ক।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র পাঠিয়েছেন রাজীব। তাতে ইস্তফার কোনও কারণ ব্যাখ্যা করেননি। শুধুমাত্র তিনি জানিয়েছেন, রাজ্যের মানুষের জন্য কাজ করতে পারার সুযোগ পেয়ে অত্যন্ত গর্ব বোধ করেছেন। সেজন্য কৃতজ্ঞতা প্রকাশও করেছেন। তবে ফেসবুক পোস্টে রাজীব বলেন, ‘আমার আশা, যতটা সম্ভব, আগামিদিনেও প্রত্যেক মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করব। যেটা আমার রাজনীতিতে যোগ দেওয়ার একমাত্র কারণ।’
সাধারণত কোনও মন্ত্রী পদ ছাড়লে, মুখ্যমন্ত্রীই সে কথা রাজ্যপালকে জানান। কিন্তু এ ক্ষেত্রে রাজীব নিজেই রাজ্যপালকে বিষয়টি জানিয়েছেন। একই সঙ্গে রাজভবনে ধনখড়ের সঙ্গে ‘সৌজন্য’ সাক্ষাতেও যাচ্ছেন তিনি। তাতেই তাঁর বিজেপি-তে যোগ দেওয়ার জল্পনা নতুন করে জোর পেল। কারণ ঘটনাচক্রে শনিবারই বঙ্গসফরে আসনে মোদী।
আরও পড়ুন: শুভেন্দুর ডেরায় মাস্টারস্ট্রোক মমতার, নন্দীগ্রামে নিজেই প্রার্থী হবেন বলে ঘোষণা
This is to inform you that I am resigning as the Minister in Charge, Department of Forest, West Bengal from today. pic.twitter.com/dfVq6aVxUj
— Rajib Banerjee (@RajibBanerjeeWB) January 22, 2021
শুভেন্দু অধিকারী, লক্ষ্মীরতন শুক্ল-র পর এই নিয়ে তিন জন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে ইস্তফা দিলেন। তবে বেশ কিছু দিন ধরেই প্রকাশ্যে দলের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছিলেন তিনি। তাঁর মন্ত্রিত্ব ছাড়ার প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘এমনটাই প্রত্যাশা করছিলাম আমরা। মন্ত্রিসভার বৈঠকে যাচ্ছিলেন না বেশ কিছু দিন ধরেই। ওঁর বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। দলে থেকেও কোনও কাজ করছিলেন না।’’
তৃণমূলের আরেক নেতা কুণাল ঘোষের বক্তব্য, উনি মন্ত্রী হয়েও মন্ত্রিসভার মিটিংয়ে যান না। ওঁর যাওয়াতে কিছু আসে যায় না তৃণমূলের। ডোমজুড়ে ১০ হাজার ভোটে জিতবে। কারও কোনও ক্ষোভ থাকতেই পারে, কিন্তু ক্ষোভ মানেই দলত্যাগ নয়। মানুষ সব বোঝে। দল আস্থা রেখেছে, নেত্রী আস্থা রেখেছে, অথচ হঠাত্ ভোটের আগে সবার বিবেক জাগছে।
আরও পড়ুন: পার্টি অফিসে ভাঙচুর–গাড়িতে অগ্নিসংযোগ, BJP-র গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র বর্ধমান