ফের জলদাপাড়ায় গণ্ডার খুন, শৃঙ্গ কেটে নিয়ে পালাল চোরা শিকারিরা

জলদাপাড়ার ঘটনাকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফের প্রশ্নের মুখে উত্তরবঙ্গের বন্যপ্রাণের সুরক্ষা। এবার জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতর গণ্ডার হত্যার অভিযোগ। গণ্ডার খুন করে তার খড়্গ কেটে চম্পট দিয়েছে চোরাশিকারিরা। বনকর্মীরা উদ্ধার করেছেন গণ্ডারের মৃতদেহ। প্রসঙ্গত গত ৯ জানুয়ারি জলদাপাড়া জাতীয় উদ্যান থেকেই পাওয়া গিয়েছিল একটি গণ্ডারের মৃতদেহ। তবে সঙ্গীনি দখলের লড়াইতে সেই পুরুষ গণ্ডারটি মৃত্যু হয়েছিল বলে সেই সময় জানিয়েছিল বনদফতর। তবে এবার একেবারে গণ্ডার খুনের অভিযোগ।

স্থানীয় ও বন দফতর সূত্রে খবর, রবিবার জলদাপাড়ার চিলাপাতা রেঞ্জে টহল দিচ্ছিলেন বনকর্মীরা। সেই সময়ই গণ্ডারের দেহটি দেখতে পান তাঁরা। অভিযোগ খড়্গটিকে কেটে নিয়ে চম্পট দিয়েছে চোরা শিকারিরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে বনদফতর। প্রশ্ন উঠছে তবে কি ফের উত্তরবঙ্গে সক্রিয় হচ্ছে চোরাশিকারিরা?

আরও পড়ুন: ‘ফুরফুরার চ্যাংড়া’ বললেন দিদি, আব্বাস বললেন ‘অহংকারী’

জলদাপাড়ার ঘটনাকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি চোরাপথে মোটা টাকায় খড়্গ বিক্রির আশাতেই চোরাশিকারিরা গণ্ডার হত্যার ছক কষে। হাতির দাঁত, চিতার চামড়া, তক্ষক পাচারের নানা ছক এর আগে বানচাল করেছে বনদফতর। তবে গণ্ডারের সুরক্ষার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার।

এর আগে ৯ জানুয়ারি জলদাপাড়া জাতীয় উদ্যানে একটি গণ্ডারের মৃতদেহ উদ্ধার হয়। তবে সেবার সঙ্গীনি দখলের লড়াইয়ে গণ্ডারের মৃত্যু হয়েছিল বলে জানিয়েছিল বন দফতর। এবার চোরা শিকারিরা গণ্ডার খুন করেছে বলে মেনে নিয়েছে তারা।

আরও পড়ুন: ঝোপের আড়ালে লুকিয়ে চিতা বাঘ, তাড়া খেয়ে সোজা মগডালে, আতঙ্ক ময়নাগুড়িতে

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest