দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিলেন একঝাঁক টলি-তারকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#নয়াদিল্লি: গ্ল্যামারেও এবার তৃণমূলকে টেক্কা দিতে চলেছে বিজেপি। বৃহস্পতিবার এক ঝাঁক টলি ও টেলি তারকা যোগ দিলেন বিজেপিতে। নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে সদস্যপদ নিলেন পার্নো মিত্র, কাঞ্চনা মৈত্র ও ঋষি কৌশিকরা। রাজ্যে পরিবর্তনের জমানায় টলি তারকাদের দেখা যেত তৃণমূলের সভা-সমাবেশে। লোকসভা ভোটের পর টলিউডেও তৃণমূলের একাধিপত্যে ভাঙন ধরাল গেরুয়া শিবির।

যাঁরা এ দিন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গে বেশ পরিচিত মুখ। পার্নো মিত্র, ঋষি কৌশিক, অরিন্দম হালদার, কাঞ্চনা মৈত্র, সৌরভ চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, মৌমিতা গুপ্ত, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়,দেবরঞ্জন নাগ এবং রূপা ভট্টাচার্য— এই ১১ জন শিল্পী এ দিন বিজেপিতে যোগ দিয়েছেন। অঞ্জনা বসু বা কৌশিক চক্রবর্তীদের মতো যে সব অভিনেতা আগেই বিজেপিতে সামিল হয়েছিলেন, তাঁরাও এ দিন সাংবাদিক সম্মেলনকক্ষে হাজির ছিলেন।

দিলীপ ঘোষ, মুকুল রায়দের উপস্থিতিতে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র এই অভিনেতাদের দলে স্বাগত জানানোর কথা ঘোষণা করেন। দিলীপ ঘোষ এবং মুকুল রায় ছাড়াও এ দিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃত্বের তরফে ছিলেন রাহুল সিংহ, স্বপন দাশগুপ্ত এবং সুভাষ সরকার। তাঁরাই উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বিজেপিতে যোগদানকারী শিল্পীদের। আর বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির এই তারকাদের সাক্ষী রেখেই রাজ্য বিজেপির সভাপতি জানান, টলিউডে তৃণমূল যে অত্যাচার চালাচ্ছে, তার বিরোধিতা করা এঁদের বিজেপিতে যোগদানের অন্যতম কারণ।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়,’সাহস করে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন ওনারা। বাংলায় যে পরিস্থিতি চলছে, তার পরিবর্তন চাইছেন সকলেই। আগামী দিনে আরও বহু মানুষ যোগ দেবেন বিজেপিতে’।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest