Site icon The News Nest

রাজ্য কমিটিতে ঠাঁই! অবশেষে BJP-তে পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়, ব্রাত্য রইলেন তথাগত রায়

Sovon Dilip

বিজেপিতে যোগদানের ১ বছরেরও বেশি সময় পর অবশেষে পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়। তাঁকে রাজ্য কর্মসমিতির স্থায়ী আমন্ত্রিত সদস্য করেছে বিজেপি। আগামী ১০ সেপ্টেম্বর রাজ্য কর্মসমিতির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

২০১৯-এর ১৪ অগস্ট আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পর থেকে নানা টানাপড়েনে বিজেপির হয়ে সক্রিয় ভাবে ময়দানে নামতে দেখা যায়নি তাঁদের। বিজেপিও এত দিন পর্যন্ত শোভন বা বৈশাখীর দায়দায়িত্ব নির্ধারণ করেনি। কিন্তু মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ যে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করলেন, সেই কমিটিতে শোভন চট্টোপাধ্যায়ের নাম ঢুকে গেল।

এবারের রাজ্য কমিটিতে বহু নতুন মুখকে স্থান দেওয়া হয়েছে। পাশাপাশি জায়গা পেয়েছেন প্রবীণ এবং অভিজ্ঞ ও নবীনরা। রাজ্য কমিটিতে স্থায়ী আমন্ত্রিত সদস্য কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। নতুন রাজ্য কমিটি ঘোষণা হওয়ার পর প্রথম বৈঠক হতে চলেছে ১০ সেপ্টেম্বর। একদিনের রাজ্য কর্মসমিতির এই বৈঠকের উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)।

আরও পড়ুন: পুজোর আগেই সারদাকাণ্ডে চূড়ান্ত চার্জশিট পেশ করতে চলেছে CBI, এক IPS-সহ থাকতে পারে ৬টি নাম

রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ও রূপা গঙ্গোপাধ্যায় এবং রন্তিদেব সেনগুপ্তকে বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে রাজ্য কমিটিতে। আবার অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার বাবু মানি ও ষষ্ঠী দুলেরা রাজ্য কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য হয়েছেন। এছাড়া রয়েছেন দলের একাধিক সাংসদ। সমস্ত বিতর্ক কাটিয়ে রাজ্য কমিটিতে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা পেয়েছেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়ও। আবার দলের পুরনো মুখ কমল বেরিওয়াল, অসীম সরকার এবং দুধকুমার মণ্ডলরা রাজ্য কমিটিতে এসেছেন স্থায়ী আমন্ত্রিত হিসেবে। রয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়ও। শঙ্কুদেব পন্ডাকেও রাজ্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়েছে।

মঙ্গলবার বিজেপি (BJP)’র তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে মোট ২৩০ জনের। এর মধ্যে বিশেষ আমন্ত্রিত ২১ জন আর স্থায়ী আমন্ত্রিত ১১০ জন। রাজ্য কমিটির সদস্য, পদাধিকারী-সহ ৯৬ জন। এই কমিটিতে সেলিব্রিটি, চিকিৎসক, অধ্যাপক, ক্রীড়া জগতের বিশিষ্ট জনকে স্থান দেওয়া হয়েছে। মহিলাদের মধ্যে নতুন মুখ জ্যোর্তির্ময়ী শিকদার, অর্চনা মজুমদার, দেবযানী সেনগুপ্ত, বীথিকা মণ্ডল ও বিশ্বভারতীর অধ্যাপিকা মধু ছন্দা কর।তবে ২৩০ জনের তালিকায় নাম নেই তথাগত রায়ের।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বার পেটে লাথি, নষ্ট গর্ভস্থ ভ্রূণ, অভিযুক্ত বর্ধমানের তৃণমূল নেতা ও তাঁর স্ত্রী

Exit mobile version