আশুতোষ কলেজে ভর্তির মেধা তালিকার প্রথম নাম সানি লিওনি! হাসির রোল নেটদুনিয়ায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আশুতোষ কলেজে স্নাতক স্তরের প্রথম বর্ষের জেনারেল ক্যাটেগরির ভর্তির ইংরেজির যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে শীর্ষে রয়েছেন সানি লিওনি। কম্পিউটার সায়েন্সের মেধা তালিকাতেও রয়েছে অদ্ভুত সব ত্রুটি। ইতিমধ্যেই এই ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উঠেছে হাসির রোল।

ইংরেজির মেধাতালিকায় প্রথমে থাকা সানি লিওনি বেস্ট অফ ফোর অর্থাৎ সব থেকে বেশি যে চার বিষয় তাতে  ৪০০র মধ্যে ৪০০ পেয়েছেন। তিনি পাশ করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে। স্বভাবতই বিষয়টি নিয়ে ভর্তির আবেদনকারীদের মধ্যে প্রশ্ন জেগেছে। কম্পিউটার সায়েন্সের জেনারেল  ক্যাটেগরির তালিকায় দেখা যাচ্ছে ২ থেকে ২৮ নম্বরে যাঁরা রয়েছেন তাঁদের নামের জায়গায় কিছু অক্ষর লেখা।  কোন বছরে এঁরা পাশ করেছেন, রোল নম্বরে তাতেও বিভ্রান্তি।  সকলেই বেস্ট অফ ফোর – এ ৩৯৭ পেয়েছেন। প্রত্যেকেই পাশ করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে।

আরও পড়ুন: অভাবনীয় উদ্যোগ! ক্যাবের মতো এবার অ্যাপেই মিলবে টোটো পরিষেবা

স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়েছেন কলেজ কর্তৃপক্ষ। অবশ্য তাঁরা অনিচ্ছাকৃত এই ভুলোর জন্য ক্ষমা চেয়েছেন। আশুতোষ কলেজের উপাধ্যক্ষ জানান, ‘এটা ঠিক নয়। ভুল অ্যাপ্লিকেশন।’ ইংরেজি ও কম্পিউটার সায়েন্সের মেধাতালিকার এই ভুলগুলি সংশোধন করে ফের মেধাতালিকা নতুন করে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

শিক্ষা মহলের একাংশের মত, এখন কলেজগুলিতে সম্পূর্ণ অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলে।  কোনও কোনও ক্ষেত্রে এই ভর্তির ওয়েবসাইট সম্পূর্ণটাই দেখে তৃতীয় কোনও সংস্থা। তারা আবেদনপত্র থেকে মেধা তালিকা প্রস্তুত করে দেয়।  ভর্তির যাবতীয় তথ্য  আপলোড করলেও কোনও কোনও ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা এত বেশি হয় যে সবকিছু খতিয়ে দেখা প্রাথমিকভাবে সম্ভব হয় না। চাহিদা অনুযায়ী কত নম্বর পেয়েছে সেটা দেখে নিয়ে তালিকা তৈরি করে ফেলা হয়।

আরও পড়ুন: সেপ্টেম্বরের শুরুতে চালু হবে লোকাল ট্রেন? জানা যেতে পারে শুক্রবার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest