প্রয়াত করোনায় আক্রান্ত এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন এগরার বিধায়ক সমরেশ দাস (৭৭)। সল্টলেকের একটি বেসরকারি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার ভোর ৪ টে ২৬ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এগরার সমরেশ দাস।

জ্বর, সর্দি-সহ করোনাভাইরাস উপসর্গ থাকায় গত ১৮ জুলাই তৃণমূল বিধায়ককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় সেদিন রাতেই তাঁকে পাঁশকুড়ার মেচগ্রামে করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বছর ৭৭-এর বিধায়কের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।

আরও পড়ুন: পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে শান্তিনিকেতনে ধুন্ধুমার, উপাচার্যর বিরুদ্ধে এফআইআর

পরে ২৪ জুলাই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, উচ্চ রক্তচাপ-সহ একাধিক অসুস্থতা ছিল তাঁর। প্রবল শ্বাসকষ্টেও ভুগছিলেন। তাই ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। ফলে ক্রমশ বাড়ছিল উদ্বেগ। তারইমধ্যে আশঙ্কা সত্যি করে সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।

দলীয় সূত্রের খবর, দলের কিছু সভা-কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সমরেশ। গত ১৩ জুন বালিঘাইয়ে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে দেখা গিয়েছিল।বিধায়কের প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। এক দশক ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যানও ছিলেন। এলাকায় কাজের মানুষ হিসেবেও পরিচিত ছিলেন।

এর আগে, গত ২৪ জুন মৃত্যু হয়েছিল ফলতার তৃণমূল কংগ্রেস বিধায়ক তমোনাশ ঘোষের। তাঁর বয়স হয়েছিল ৬০। তারপর একাধিক বিধায়কের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

আরও পড়ুন: রাজভবনে নজরদারি চলছে, পাচার হচ্ছে গোপন নথি, দাবি ধনখড়ের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest