Site icon The News Nest

সংক্রমণ ছড়ানোর জেরে ফের বন্ধ হল বেলুড় মঠ

আগামীকাল থেকে ভক্তদের জন্য বেলুড় মঠে মন্দির দর্শন বন্ধ হয়ে যাচ্ছে। আশপাশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন মঠ কর্তৃপক্ষ। প্রায় আড়াই মাস পরে সুরক্ষাবিধি মেনে গত ১৫ই জুন ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল বেলুড় মঠ। দেড় মাস পরে ফের তা বন্ধ করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : ৩৩ বার ম্যাট্রিকে ফেল করে করোনার দৌলতে পাশ প্রৌঢ়ের

ক্রমেই বাড়ছে সংক্রমণ। তাই ফের বন্ধ হচ্ছে বেলুড় মঠ দর্শন। চারপাশে সংক্রমণ বাড়তে থাকায় রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন মঠ কর্তৃপক্ষ।

নিবার রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বিষয়টি জানান।
লকডাউনের জেরে গত ২৫ মার্চ থেকে বন্ধ ছিল মঠ। ৮২ দিন পরে ১৫ জুন তা আবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। কিন্তু যেভাবে পার্শ্ববর্তী এলাকায় সংক্রমণ ছড়াচ্ছে, তা এড়াতেই ফের মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

আরও পড়ুন : আজ থেকে ২৫ বছর আগে ভারতে শুরু হয় মোবাইল ফোনের ব্যবহার, প্রথম ফোনটি করেছিলেন জ্যোতি বসু

Exit mobile version