রাজ্যে ভোট-পরবর্তী হিংসা থামার নাম নিচ্ছে না। এ বার ভোট-পরবর্তী হিংসার শিকার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কোচবিহারের দিনহাটায়। ঘচটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত দিনহাটা বন্ধের ডাক দিয়েছে তৃণমূল।
জানা গিয়েছে,বুধবার রাতে দিনহাটার দুটি ক্লাবে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান দিনহাটার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা উদয়ন গুহ। সেখানেই হামলার মুখে পড়েন তিনি। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক হামলা চালায় তাঁর গাড়িতে। বেধড়ক মারধর করা হয় তাঁকে।
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট তলব শাহের মন্ত্রকের
হাতে গুরুতর চোট লাগে। যন্ত্রণায় আর্তনাদ করতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, হাত ভেঙেছে উদয়ন গুহর। এদিনের ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি-র রাজ্য কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “বেশ কয়েক দিন ধরে দিনহাটা শহরের বয়েজ ক্লাব এলাকায় উদয়ন গুহের নেতৃত্বে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। ওই এলাকার পানীয় জল বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ ক্ষিপ্ত হয়ে তাঁর উপর হামলা চালিয়েছেন। এই ঘটনার সঙ্গে বিজেপি কোনও ভাবে যুক্ত নয়।’’
আরও পড়ুন: বাঙলার ‘ভোট পরবর্তী হিংসা’র ছবি বলে চালানো হচ্ছে উড়িষ্যার পুরনো ভিডিও, বর্ধমানের রামনবমীর পুরনো ছবি