অগতির গতি! ঘর ওয়াপসির পরও কলকে পাননি তৃণমূলে, বিজেপিতে যোগ দিচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি

সূত্রের খবর, নিজের কেন্দ্র পাণ্ডবেশ্বর থেকে টিকিট পেতেন না তৃণমূলের একদা দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারি। রানিগঞ্জ বিধানসভার টিকিট দেওয়া হত বলে দাবি।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পুরনো জল্পনাই সত্যি হল। টানাপোড়েন শেষে বিজেপিতে যোগ  আসানসোলের দাপুটে তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari)। সূত্রের খবর, উত্তর আসানসোল বিধানসভা কেন্দ্র থেকে মলয় ঘটকের বিরুদ্ধে দাঁড়াতে পারেন জিতেন্দ্র।

গত ডিসেম্বরে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল জিতেন্দ্র তিওয়ারির। তার আগে রাতারাতি আসানসোল পুরসভার প্রশাসক ও তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। জিতেনের বিজেপিতে যোগদেওয়ার বিরোধিতায় ফেসবুকে পোস্ট করেন বাবুল সুপ্রিয়। মুখ খোলেন অগ্নিমিত্রা পাল, সায়ন্তন বসু-সহ একাধিক বিজেপি নেতা। দলের অন্দরে বিদ্রোহ হতে পারে বুঝে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদান।

পর দিনই কলকাতায় হাজির হন জিতেনবাবু। দক্ষিণ কলকাতার একটি ক্লাবে বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে। তার পর জেলায় ফিরলেও দলে গুরুত্ব পাননি তিনি। দলের কর্মসূচিতে ডাক পড়ত না তাঁর। এর মধ্যে আসানসোল পুরসভার প্রশাসক পদে অন্য লোক বসিয়ে দেয় সরকার। পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদও ফিরে পাননি তিনি।

আরও পড়ুন: সায়নী, রাজ থেকে মনোজ, মমতার প্রার্থী তালিকায় তারকার ছটা, দেখে নিন গুঞ্জনে এগিয়ে কারা…

সূত্রের খবর, নিজের কেন্দ্র পাণ্ডবেশ্বর থেকে টিকিট পেতেন না তৃণমূলের একদা দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারি। রানিগঞ্জ বিধানসভার টিকিট দেওয়া হত বলে দাবি। ঘনিষ্ঠ মহলে জিতেন্দ্র জানিয়েছিলেন, রানিগঞ্জ থেকে লড়তে অনিচ্ছুক তিনি। ওয়াকিবহাল মহল বলছে, ওই কেন্দ্র থেকে জয় পাওয়া কঠিন ছিল তাঁর পক্ষে। প্রসঙ্গত, সপ্তাহ কয়েক আগে তাঁকে নতুন দায়িত্ব দিয়েছিল তৃণমূল। জাতীয় মুখপাত্রের দায়িত্ব পেয়েছিলেন তিনি। কিন্তু সেই দায়িত্ব নিয়ে খুব একটা খুশিও ছিলেন না তিনি। ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন, কার্যত ক্ষমতাহীন দায়িত্ব পালন করছিলেন তিনি।

ওদিকে জিতেনের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করায় সায়ন্তন বসু ও অগ্নিমিত্রা পালকে শো কজ করে বিজেপি। বাবুল সুপ্রিয়র সঙ্গেও কথা বলে দলীয় নেতৃত্ব। তার পর থেকে জিতেনের বিজেপিতে যাওয়ার জল্পনা ফের শুরু হয়। সম্ভবত আজই তিনি বিজেপিতে যোগদান করতে চলেছেন। বিজেপি সূত্রের খবর, জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল দলীয় নেতাদের। সবাইকে বুঝিয়ে দলে নেওয়া হচ্ছে তাঁকে।

আরও পড়ুন: WB election 2021: পাঁচতারার ব্যাঙ্কোয়েটে পদ্মশিবিরে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest