‘জোটে ভোট বুক চিতিয়ে’, এবার ‘টুম্পা সোনা’ পার্ট-টু নিয়ে হাজির বামেরা

গানের শুরু থেকেই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে চরম কটাক্ষ করা হয়েছে। বাদ যাননি দিলীপ ঘোষ, মুকুল রায়, সৌমিত্র খাঁ, মিঠুন চক্রবর্তীরাও।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শেষবার ছিল ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার ডাক। এবার ‘বুক চিতিয়ে জোটে ভোট’ দেওয়ার আহ্বান। বাংলায় নিজেদের পালে হাওয়া লাগাতে ফের ‘টুম্পা সোনা’র দ্বারস্থ বামেরা। অতি পরিচিত এই আইটেম নম্বরের আরও একটি প্যারোডি তৈরি করে ফেলেছেন বামমনস্ক দুই যুবক। প্রথম গানটির মতো সাড়া ফেলেছে টুম্পা সোনার দ্বিতীয় ভাগও।

টুম্পা সোনার (Tumpa Sona) প্রথম প্যারোডিতে বলা হয়েছিল, ‘টুম্পা/তোকে নিয়ে ব্রিগেড যাব/টুম্পা/চেন ফ্ল্যাগে মাঠ সাজাব/টুম্পা/২৮ শে তুলব আওয়াজ/টুম্পা/মোদি-দিদি সব ভোগে যাক।’ আর দ্বিতীয় প্যারোডিতে বলা হয়েছে,”একুশে ঘুরবে খেলা/চাকরি আর ভাতের থালা/যারা সব বলেছিল পাকা চুলে ভরে গেল/ বামেদের ইয়ং ব্রিগেড বুক চিতিয়ে পাঙ্গা নিল…। টুম্পা তোকে নিয়ে ভোট দেব/ টুম্পা জোটে ভোট বুক চিতিয়ে/ টুম্পা বিজেমূল ভোগে যাবে/ টুম্পা লালে-লাল বাংলা হবে।”

গানের শুরু থেকেই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে চরম কটাক্ষ করা হয়েছে। বাদ যাননি দিলীপ ঘোষ, মুকুল রায়, সৌমিত্র খাঁ, মিঠুন চক্রবর্তীরাও। উড়ে এসেছে ‘বিজেমূল’ কটাক্ষও। সারদা, নারদা, কয়লাকাণ্ড, কর্মসংস্থান, ‘চালচোর’, সিবিআইয়ের তলবের মতো বিষয়গুলিও উঠে এসেছে বামেদের প্যারোডিতে। শুধু তাই নয়, বামেদের প্রার্থী তালিকায় যে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে, সেই বার্তাও দেওয়া হয়েছে। একইসঙ্গে প্যারোডির ছন্দ মিলিয়ে ‘জোটে ভোট বুক চিতিয়ে’ বামেদের ক্ষমতায় ফিরিয়ে আনার ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দ্বিতীয় দফায় ৩৪ জন প্রার্থীর নাম ঘোষণা ঘোষণা কংগ্রেসের – টিকিট মান্নান, শংকর, দেবপ্রসাদ, মনোজদের

একেবারে নতুন প্রজন্মের থিয়েটারের ছেলে মেয়েরাই করছে গোটা ব্যাপারটা। আর পরিকল্পনায় এই প্রজন্মের সেরা দুই পরিচালক সৌরভ পালধি আর সৈকত ঘোষ। ”আমাদের কথা যত বেশি জায়গায় পারি শুনিয়ে আসবো।” আসলে বামেরা (Left Front) চাইছে পুরাতন গণসংগীতের ধাঁচে এই প্যারোডিগুলি মানুষের মধ্যে পৌঁছে দিতে। সেই লক্ষ্যে বুধবার যাদবপুর থেকে শুরু হবে বামেদের ‘হাল্লা গাড়ি’র যাত্রা। এই ‘হাল্লা গাড়ি’র মাধ্যমেই শহরের বিভিন্ন প্রান্তে শোনানো হবে এই গানগুলি।

একুশ যেন বঙ্গ রাজনীতিতে নতুন বামের দর্শন করাচ্ছে। যারা নিজেদের সনাতনী দর্শন ভুলে হালফিলের ট্রেন্ডি অথচ অভিনবত্বে বিশ্বাস রাখা শুরু করেছে। যুব সমাজকে কাছে টানতে প্রার্থী তালিকায় যেমন চমক রয়েছে, তেমনই প্রচারে এসেছে অভিনবত্ব। পুরনো আমলের ইনকিলাবের সঙ্গে যুক্ত হয়েছে ‘ফেরাতে হাল, ফিরুক লাল’ স্লোগান। তবে, সবচেয়ে বেশি নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায় হাল আমলের ‘আইটেম নম্বর’ ‘টুম্পা সোনা’র প্যারোডি।

আরও পড়ুন: ‘বিশ্বভারতী বন্ধ করার ব্যবস্থা করে দিয়ে যাব’, হুমকি দিয়ে ফের বিতর্কে উপাচার্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest