খাস কলকাতায় বিজেপি–র গোষ্ঠী সঙ্ঘর্ষ, এন্টালিতে চলল গুলি, ধৃত ২

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিজেপি–র দুই গোষ্ঠীর সঙ্ঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এন্টালি। এলাকায় কয়েক রাউন্ড গুলিও চালানো হয়। যদিও হতাহতের কোনও খবর নেই। শুক্রবার এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বাংলায় বিজেপিকে এনেছিল তৃণমূল, বিজেপি-কং আঁতাঁত অভিযোগ অধীরের

জানা গিয়েছে, শুক্রবার ২৯ নম্বর ইসমাইল স্ট্রিটে একদল বিজেপি সমর্থক এন্টালি বিজেপি মন্ডলের অন্যতম সদস্য নারায়ণ চক্রবর্তীর ওপর হামলা চালাতে যায়। সেই সময় নারায়ণ নিজের ফ্ল্যাট থেকে ৬ mm পিস্তল এনে ভয় দেখালে আক্রমকারী দল পালিয়ে যায়। জানা গিয়েছে, এই সময় নারায়ণ শূন্যে দু রাউন্ড গুলিও চালায়। যদিও ঘটনায় কেউ গুলিবিদ্ধ হয়নি। স্বাভাবিকভাবেই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

অভিযোগ আক্রমণকারী বিজেপি দলের এক সদস্যকে বুধবার রাতে নারায়ণ এর দল মারধর করে। তাই এ দিন নারায়ণের ওপর পাল্টা আক্রমণ শানাতে চড়াও হয় ওই দল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে এন্টালি থানার বিশাল পুলিস বাহিনী। গ্রেফতার করা হয় নারায়ণ ও তাঁর সঙ্গী অক্ষয় রানাকে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটিও।

আরও পড়ুন: দাবিমতো পণ না পেয়ে নববধূকে দেহ ব্যবসায় নামাল স্বামী! তদন্তে পুলিশ

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest