Site icon The News Nest

করোনা আবহেও বাংলায় প্রচুর কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

mamata 5

Kolkata: West Bengal Chief Minister Mamata Banerjee interacts with media persons during a press conference, at Nabanna Sabhaghar in Kolkata, Tuesday, May 12, 2020. (PTI Photo)(PTI12-05-2020_000284A)

বাংলার জন্য সুখবর। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কর্মসংস্থানের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার সাংবাদিক বৈঠকে রাজ্যে কর্মসংস্থানের দিশা দেখালেন বাংলার মুখ্যমন্ত্র।বানতলা, দিঘা, মেদিনীপুরের মতো একাধিক জায়গায় বিনিয়োগ হচ্ছে। রাজ্যে প্রচুর কর্মসংস্থান হবে বলেও আশ্বাস দেন তিনি। নির্বাচনের আগে ভোটবাক্সকে মজবুত করতেই মুখ্যমন্ত্রী এমন প্রতিশ্রুতি দিচ্ছেন বলেই খোঁচা বিরোধীদের।

আরও পড়ুন : মোদী সরকারের সৌজন্যে কৃষিতে এ বার ছাপোষা ফড়েদের জায়গা নেবেন রাঘববোয়ালরা!

মুখ্যমন্ত্রী বলেন, “বানতলায় চর্মশিল্পে কমপক্ষে পাঁচ লক্ষ কর্মসংস্থান হবে। জার্মানের বিনিয়োগের মেদিনীপুরে সৌরবিদ্যুৎ প্রকল্প হচ্ছে। তাতেও প্রচুর মানুষ কাজের সুযোগ পাবেন। দিঘাতেও নতুন শিল্পে কাজ পাবেন বহু বেকার যুবক-যুবতী। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গ প্রথম। আমাদের এখানে জঙ্গল, সমুদ্র, পাহাড় সবই রয়েছে। সেক্ষেত্রে পর্যটন ব্যবসারও উন্নতি করা সম্ভব।”

এর আগেও দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই কেবল ল্যান্ডিং স্টেশনে প্রায় ১ হাজার কোটি টাকা জিও লগ্নি করছে বলেও জানিয়েছিলেন তিনি। এবারও সেকথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের বর্তমান প্রকল্পগুলির কথাও আবার তুলে ধরেন তিনি। সবুজসাথী প্রকল্প, সবুজশ্রী প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। এছাড়াও পরিবেশ রক্ষার কথা মাথায় রেখেও রাজ্য সরকার পরিবেশবান্ধব নানা প্রকল্পের কথা ভাবছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

বিনিয়োগকারীদের আহ্বান করে এদিন মুখ্যমন্ত্রী বলেন,’বাংলায় বিনিয়োগ করুন৷’ কদিন আগে ভার্চুয়াল সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এক পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন, দেশে বেকারত্ব বেড়েছে ৪২ শতাংশ। সেখানে বাংলায় বেকারত্ব কমেছে ৪০ শতাংশ।

আরও পড়ুন : দিলীপ ঘোষের গড়ে ভাঙন, খড়গপুরের ৫০ বিজেপি নেতাকর্মী যোগ দিলেন তৃণমূলে

 

Exit mobile version