WB election 2021: ‘এখনও কত দেহের খোঁজ মেলেনি’,নন্দীগ্রামের ঘটনা স্মরণ করে টুইটে কৃষকদের শ্রদ্ধা মমতার

প্রশ্ন থাকছে, মমতা বন্দ্যোপাধ্যায় নামটাই কি যথেষ্ট নাকি শুভেন্দু-ক্যারিশ্মা— কোনটা কাজ করে, তার উত্তর মিলবে ২ মে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গোড়ালিতে চোট, পায়ে প্লাস্টার, হুইলচেয়ারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে একুশের নির্বাচনের (West Bengal Assembly Election 2021) এপিসেন্টার নন্দীগ্রামের সবচেয়ে উল্লেখ্যযোগ্য দিন অর্থাৎ ‘নন্দীগ্রাম দিবসে’র (Nandigram Dibas) স্মৃতি উস্কে টুইট করলেন তিনি। নন্দীগ্রামের আবেগকেই প্রচারে তুলে ধরতে চাইছে তৃণমূল।

অনেকগুলি দিক থেকে এ বারের ‘নন্দীগ্রাম দিবস’ ভিন্ন মাত্রা পেয়েছে। অধিকারী পরিবারের ‘গড়’ থেকে এ বার লড়ছেন তৃণমূল নেত্রী। সেই কেন্দ্রে বিজেপি-র প্রার্থী শুভেন্দু অধিকারী, সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে যিনি ছিলেন মমতার ‘বিশ্বস্ত সৈনিক’। বিধানসভা নির্বাচনের মুখে তাই পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্র নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

প্রতি বছর সাধারণত ‘কৃষক দিবস’ হিসাবে এই দিনটি পালন করে রাজ্য সরকার। সে কথা স্মরণ করিয়ে মমতার টুইট, ‘নন্দীগ্রামের ভূমি আন্দোলনে যাঁরা প্রয়াত হয়েছিলেন, তাঁদের স্মরণে রেখে প্রতি বছর আমরা ১৪ মার্চ কৃষক দিবস পালন করি। সেই দিনই দেওয়া হয় ‘কৃষকরত্ন সন্মান’। কৃষকরা আমাদের গর্ব। তাঁদের উন্নতির জন্য আমাদের সরকার সর্বদা বদ্ধপরিকর’।

আরও পড়ুন: শতাব্দী এক্সপ্রেসে বিধ্বংসী আগুন! দাউ দাউ করে জ্বলছে ট্রেন

প্রসঙ্গত, ১৮ জানুয়ারি তেখালির মাঠের সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘নন্দীগ্রাম থেকেই ২০২১-এ জেতার পালা শুরু হবে, আর এই লড়াইয়ে নন্দীগ্রামেই আমি ভোটে দাঁড়ালে কেমন হয়?’’ সভাস্থলে উপস্থিত সাধারণ তৃণমূল কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন এই ঘোষণার পর। শেষ পর্যন্ত স্থির হয় সেখানেই লড়ছেন মমতা।

নন্দীগ্রাম দিবসের দিন সেই কথাও ফের মনে করিয়ে দিয়ে তিনি লিখলেন, ‘শ্রদ্ধা জানাতে ও আমার নন্দীগ্রামের ভাই বোনদের উৎসাহে আমি এ বার নন্দীগ্রাম থেকেই ভোটে লড়ছি। এই ঐতিহাসিক স্থলে প্রার্থী হয়েছি আমি। বাংলা-বিরোধী শক্তির উল্টোদিকে দাঁড়িয়ে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার সুযোগ পাওয়া সত্যিই গর্বের’।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হিন্দুত্বকে হাতিয়ার করেই লড়াই জমে উঠেছে নন্দীগ্রামে। পরিসংখ্যান বলছে, পূর্ব মেদিনীপুরে মুসলিম জনসংখ্যা ১৪.৫৯%। ১৪.৫৯%-এর মধ্যে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা ৩৪%। ১৪.৫৯%-এর মধ্যে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে মুসলিম জনসংখ্যা ১২.১%। ১৪.৫৯%-এর মধ্যে নন্দীগ্রাম শহরে মুসলিম জনসংখ্যা ৪০.৩%। ২০১৬-র বিধানসভায় নন্দীগ্রামের তৃণমূলের শুভেন্দু অধিকারী পেয়েছিলেন পান ১ লক্ষ ৩৪ হাজার ৬২৩ ভোট। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ লাখ ভোটে হারাবার চ্যালেঞ্জ দিয়েছেন। প্রশ্ন থাকছে, মমতা বন্দ্যোপাধ্যায় নামটাই কি যথেষ্ট নাকি শুভেন্দু-ক্যারিশ্মা— কোনটা কাজ করে, তার উত্তর মিলবে ২ মে।

আরও পড়ুন: WB election 2021: লকেটকে সামনে বসিয়ে মাংস-ভাত খাওয়ালেন শিশির, পান সেজে দিলেন শুভেন্দুর মা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest