বিজেপিতে যোগ দেওয়ার ‘পুরস্কার’! শিশির অধিকারীকে রাজ্যপাল করার ভাবনা মোদী সরকারের

শিশির নিজে ওই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানেন না বলেই দাবি করেছেন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তৃণমূল ছেড়ে বিজেপি–তে যোগ দিয়েছেন সম্প্রতি। তার পরেই তাঁর সাংসদ পদ প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে প্রবীণ রাজনীতিক শিশির অধিকারীর ‘‌পুনর্বাসন’‌ নিয়ে ভাবনা–চিন্তা শুরু করেছে বিজেপি–র কেন্দ্রীয় নেতৃত্ব। খবর, সব ঠিকঠাক চললে পূর্বাঞ্চলের কোনও রাজ্যের রাজ্যপাল করা হতে পারে তাঁকে।

শিশিরের বয়স ৮০ পেরিয়েছে। কিন্তু শারীরিক ভাবে তিনি এখনও যথেষ্ট শক্তসমর্থ। পাশাপাশিই, রাজনৈতিক ভাবেও তিনি সক্রিয়। মেজো পুত্র শুভেন্দু বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের সঙ্গে শিশিরের দূরত্ব বাড়ছিল। কিছুদিন আগেই কাঁথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় গিয়ে সেই দূরত্ব অনতিক্রম্য করে ফেলেছেন শিশির। অর্থাৎ, তৃণমূলের সঙ্গে তাঁর সংশ্রব পাকাপাকি ভাবে ছিন্ন হয়েছে। এই পরিস্থিতিতে শিশির সাংসদ রয়েছেন বটে। কিন্তু রাজ্যে বিধানসভা ভোট মিটলে তৃণমূল তাঁর সাংসদপদ খারিজের জন্য লোকসভার স্পিকারের কাছে আবেদন জানাবে— এমন আলোচনাও শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে বিজেপি শিশিরকে ‘সম্মানজনক পুনর্বাসন’ দিতে চায় বলেই সূত্রের খবর। সেই কারণেই তাঁকে রাজ্যপাল করার ভাবনা। ঘটনাচক্রে, এই ভাবনা এখন নয়, অনেক আগেই শুরু হয়েছিল। এমনও ঠিক ছিল যে, আগামী অগস্টে পূর্বাঞ্চলের একটি রাজ্যের রাজ্যপালের মেয়াদ শেষ হলে শিশিরকে সেখানেই রাজ্যপাল করে পাঠানো হবে।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা, কম্পন কলকাতাতেও

শিশির নিজে ওই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানেন না বলেই দাবি করেছেন। তবে তাঁর কাছে রাজ্যপাল হওয়ার প্রস্তাব এলে তিনি তা ফেরাবেন না বলেই তাঁর ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য।  তবে শিশির কাঁথির সাংসদ পদ থেকে সরে গেলে বিজেপি–র আর একটা লাভও হবে। কাঁথির এই আসনটি নিজেদের দখলে নিয়ে আসার সুযোগ পাবে তারা। কারণ তখন এই আসনে পুনর্নির্বাচন হবে। সেক্ষেত্রে সেই নির্বাচন জিতে আরও একটি লোকসভা আসন নিজেদের দখলে আনার সুযোগ পাবে দেশের শাসকদল।

প্রশ্ন উঠছে, এই কাঁথি লোকসভা আসনে বিজেপি কাকে প্রার্থী করবে? বিজেপি এই নিয়ে যদিও মুখ খোলেনি।‌ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, অধিকারী পরিবার আসনটি হাতছাড়া করতে চাইবে না। তাই এই আসনে শুভেন্দুর ভাই সৌম্যেন্দুকে প্রার্থী করা হতে পারে। কাঁথি পুরসভার প্রধান প্রশাসক ছিলেন তিনি। শুভেন্দু বিজেপি–তে যোগ দেওয়ার পর সৌম্যেন্দুকে সরিয়ে দেয় তৃণমূল। তার পরেই বিজেপি–তে যোগ দেন তিনি। এবার কাঁথির সাংসদ হওয়ার দৌড়ে তাই এগিয়ে সেই সৌম্যেন্দুই, মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: WB election 2021: আজ ফের পথে শাহ, উত্তরবঙ্গ-কলকাতায় ম্যারাথন সভা মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest